বাঙালি এ কী নতুন বসন্তের ছবি আঁকল!!!

স্বপ্নীল
Published : 8 Feb 2013, 05:32 PM
Updated : 8 Feb 2013, 05:32 PM

কাটা তারের বেড়া নেই। খুঁটি কিংবা সীমানা পিলার খুজে পাওয়া যাবে না। দেখা মিলবে না কোনটারই। মানুষগুলো চারিদিক দখল করে রেখেছ রাত্রির অন্ধকার। তাড়িয়ে দিয়েছে মোমবাতি আর মশাল আলোর ঝংকারে সকল তিমির। এ যেন নতুন বসন্তের আভাস। আগ্নেয়গিরির জ্বালামুখের ন্যায় লেলিহান আগুনের ছাপ গোটা রাজপথে অন্ধকারের অন্ধকারকে তাড়িয়ে দিয়েছে। এ যেন এক স্বপ্নের রাত। প্রিয় পাঠক ছবিটির দিকে তাকান। কি সুন্দর অর্থবহ একটি ছবি। কারা এই তুলনাহীন ছবির শিল্পী। কে এই ছবির চিত্রকর। ধন্যবাদ, শুভেচছা আর শত শ্রদ্ধা সালাম তোমাদের জন্য যারা রাত্রির অন্ধকারকে বুঝিয়ে দিয়েছ বাঙ্গালী আজও প্রস্তুত নতুন মুক্তিযুদ্ধের জন্য, রাজাকার আলবদর আর স্বাধীনতা বিরোধীদের রুখে দিবার জন্য।