ওডেস্কে অ্যাকাউন্ট খুলুন মাত্র ১৫ মিনিটে (ভিডিও সহ)

মোঃ মাসুদ হোসেন
Published : 18 March 2015, 09:34 PM
Updated : 18 March 2015, 09:34 PM

যারা ফ্রিল্যান্সিং এ নতুন তাদের জন্য পোস্টটি।

আমরা অনেকেই হয়তো  শুনেছি অনলাইনে আয় করা যায়। আবার অনেকেই শুনছে বন্ধুরা কাজ করে কিন্তু কিভাবে করে তা জানি না। আবার জানলেও কোন কোন মার্কেট প্লেসে কাজ করা যায় সেটি জানি না।

যে যে মার্কেট প্লেসে অনলাইনে কাজ করা যায় সেগুলো নিচে আপনাদের জন্য দিলা:

১. www.oDesk.com

২. www.freelancer.com

৩.www.elance.com

৪. www.99design.com

৫. www.vworker.com

তবে আমাদের দেশে সবথেকে বেশী কাজ করা হয় oDesk এ। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও টিউটরিয়াল কিভাবে ওডেস্কে অ্যাকাউন্ট খুলতে হয় তার উপর।
এই টিউটরিয়ালটি  দেখে মাত্র ১৫ মিনিটেই আপনি আপনার ওডেস্কে অ্যাকউন্ট খুলতে পারবেন।আপনার ওডেস্কের প্রফাইল ১০০% করা সহয় অ্যাকাউন্টটি পরিপূর্ণ করতে যা যা করা লাগবে সব কিছুই বলে দেওয়া আছে। আসা করি টিউটরিয়াল টি দেখলে আপনার আর বুঝতে সমস্য হবে না।

তাহলে শুরু করেদিন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।

ভিডিওটি সরাসরি ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন।

ভালো লাগলে শেয়র করতে ভূলবেন না।
আর আমার নিজের একটি ব্লগ আছে ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন। ব্লগটি ভিজিট করতে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ।