বইমেলায় সারাদিন

মো: শাহিন রেজা
Published : 24 March 2019, 11:50 AM
Updated : 24 March 2019, 11:50 AM

ছুটির দিন খুব সকালে বের হলাম বইমেলায় যাব ভেবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকালের বাসে ঝুলতে ঝুলতে পৌঁছালাম শাহবাগে।  টিএসসিতে কিছুক্ষণ আড্ডা মেরে ঢুকলাম বইমেলাতে।

বই মেলায় ঢুকে যোগ দিলাম শিশুদের জন্য লেখা সাদিকা রুমনের নতুন বই ফাংসাং এর মড়ক উন্মোচনের অনুষ্ঠানে।

বইমেলায় ঘুরতে ঘুরতে দেখা হলো নৃবিজ্ঞানী রাশেদা রওনক খানের সাথে। গল্পে গল্পে তার সাথে আড্ডা চললো কিছুক্ষণ। আমাদের নানা কথা শোনালেন তিনি। বললেন, ছাত্রজীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হওয়া উচিত বই পড়া।

নৃবিজ্ঞানী রাশেদা রওনক খানের সঙ্গে আলাপ শেষ হলেও বাকিটা সময় তার কথাটা কানে বাজতে থাকলো। আরো কিছুক্ষণ মেলায় ঘুরে পরিচিত-অপরিচিত মুখ দেখতে দেখতে পছন্দের কিছু বই কিনে ক্যাম্পাসের বাস ধরে ফিরতি যাত্রা করলাম।