আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসবে নাচলেন ঢাবির শিক্ষক মনিরা পারভীন

মো: শাহিন রেজা
Published : 31 July 2020, 07:07 AM
Updated : 31 July 2020, 07:07 AM

প্রথমবার অনলাইনে আয়োজিত আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসবে নাচ পরিবেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক মনিরা পারভীন।

বাংলাদেশ থেকে আমন্ত্রণ পাওয়া  মনিরা পারভীন বুধবার অনলাইনে কথক নাচ পরিবেশন করেন।

নাচের এই আয়োজনে জয়পুর ঘরানার গণেশ পরণ বন্দনা, তিনতালে নিবদ্ধ শুদ্ধ নৃত্য, দ্রোপদীর বস্ত্রহরণ গৎভাও এবং তারানা উপস্থাপন করেন মনিরা পারভীন।

তিনি এই আয়োজনে অংশ নিয়ে শ্রদ্ধা জানান সন্দীপ মল্লিক, শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার প্রতি।

একই সঙ্গে তিনি  ড.অমিতা দত্ত, মোস্তাক সেলিম পপলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বর্তমান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বাংলাদেশের সব নৃত্যগুরুদের ধন্যবাদ জানান।

https://www.facebook.com/monira.parveen.94/posts/3729733737056062?__xts__%5B0%5D=68.ARCgyNsRymZm_mcasfHaCaExgITEBJjS6o1iwzMrnxtd9Dpxa08ueUFNOwWlTlQ8cW3SiAYeiB1638aHIUIOwrf-T24EmMF-ZRjuldmMBRvL6mXwUFbH5whmwlbW0-1W9jUTVFbasagS13qGtNR6S1zwrh8QRyIRKzFuymIvm2HiLX7XpnK_tUOiKTYMq456EqqYg_oWbGNdhdEdgUiDVqbdAZViuuzWVIJ0W6og2Rxdp5j-UdXpYUWKARPg0GQJdBbwISwdO0ZOcT-AuUyPfFIntaCd7c3xNj4_C6zIkk7ud97xjO87q4CRnW8G1VMP4Q&__tn__=-R

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী মনিরা পারভীন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আইসিসিআর থেকে  বৃত্তি নিয়ে উচ্চতর ডিগ্রি ও স্বর্ণপদক জয়ী।

বিশ্ববিদ্যালয় পড়ালেখা চলার সময় থেকেই তিনি বিভিন্ন মঞ্চে, টেলিভিশনে, জাতীয় ও আন্তর্জাতিক নৃত্যানুষ্ঠানে নাচ পরিবেশনা করছেন।

কোভিড-১৯ মহামারীর এই সময়ে  তিনি অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি অনলাইনে নাচের ক্লাসও পরিচালনা করছেন।

অনলাইনে আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসব আয়োজন করেছেন সংগীতা আইচ ভৌমিক।  শংকরাভারানাম ড্যান্স ইনস্টিটিউশনের ফেইসবুক পাতায় নাচের শিল্পীরা লাইভে এসে নাচ পরিবেশন করছেন।

গত ১ জুন থেকে এই আয়োজন শুরু হয়েছে; শেষ হবে ৩১ জুলাই।