প্রথম নগর পিতার নিকট প্রত্যাশা

মেফতাউল ইসলাম
Published : 27 Dec 2012, 05:14 AM
Updated : 27 Dec 2012, 05:14 AM

বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন রংপুর এর মেয়র নির্বাচনে শরফুদ্দিন আহমেদ ঝন্টু জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি সদ্যগঠিত এ সিটি কর্পোরেশনের প্রথম নগর পিতা। এখন প্রথম নগর পিতা হিসেবে তিনি কিভাবে রংপুর সিটি কর্পোরেশনকে সামনে এগিয়ে নিয়ে যান সেটাই দেখার বিষয়। এই নগরের জনগণ নির্বাচিত নগর পিতার নিকট থেকে অনেক কিছুই প্রত্যাশা করে। সে পরিপ্রেক্ষিতে তাকে অনেকগুলো এজন্ডাকে সামনে রেখে এগুতে হবে। প্রথমত, বর্তমানে রংপুরে রাজনৈতিক বিভেদ চরম আকারে রয়েছে। বিশেষত সেখানে স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামীলীগের মধ্যে চরম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিদ্যমান। এ রাজনৈতিক বিভাজন দুর করে সকলকে এক প্লাটফর্মে এনে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, রংপুর বাসীর দীর্ঘদিনের দাবি হল সে স্থানে পাইপ লাইনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের ব্যবস্থা করা। তাই যত দ্রুত সম্ভব গ্যাস লাইন রংপুরে নিয়ে যেতে হবে। তৃতীয়ত, রংপুরের প্রতি আঞ্চলিক বৈষম্য কমাতে উদ্যোগ গ্রহণ করতে হবে। চতুর্থত, ওয়াসা, রাস্তাঘাটের উন্নয়ন, যানজট দুরীকরণে উদ্যোগ গ্রহণ করতে হবে। পঞ্চমত, রংপুর নগরীর অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পোন্নয়নের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। ষষ্ঠত, বিভিন্ন ইস্যুতে রংপুরের স্বার্থ যাতে রক্ষিত হয় সে বিষয়টির প্রতি নজর দিতে হবে। সর্বোপরি, জনকল্যাণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করতে হবে। রংপুর একটি পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে যে পরিচিতি সমগ্র বাংলাদেশে পেয়েছে তা থেকে বের হয়ে আসতে হলে প্রথম নগরপিতাকে অত্যান্ত দক্ষতার সাথে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে।