শহীদ মিনারের ঈদের লাইভ আপডেট চাই

মো:মেফতাহুর রহমান মেফতু
Published : 31 August 2011, 04:00 AM
Updated : 31 August 2011, 04:00 AM

ব্যর্থ যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ সহ ৭ দফা দাবীতে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা এবারের ঈদ উদযাপনের জন্য হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করেছেন্ । 'শহীদ মিনার" এ দেশের মানুষের অসাম্প্র্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও প্রতিবাদী চেতনার প্রতীক। এবং এবারের ঈদে এই শহীদ মিনারে প্রতিবাদী জনতার ঢল নামবে তার কোন সন্তেহ নেই । আমরা অনেকেই আগ্রহ থাকা সত্বেও ভৌগলিক অবস্থার কারনে আপনাদের সাথে শহীদ মিনারে যোগ দিতে পারছি না । আবার সারা দেশ থেকে অনেকেই যাবে আশাকরি, যাদের আমার মত সীমাবদ্ধতা নেই । তবে নৈতিকভাবে এধরনের একটি নাগরিক উদ্যোগের সাথে পূর্ন সংহতি জানাই। 'বাংলাদেশে সড়ক দুর্ঘটনা জ্যামিতিক হারে বেড়েছে। স্কুলপড়ুয়া শিশু থেকে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার—কেউই এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না। সবাইকে ঈদের অনাবিল শুভেচ্ছা ।সবসময় ভালো থাকুন এ কামনাই করি।

আমরা যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারছি না । তাদের জন্য প্লিজ লাইভ আপডট এর ব্যবস্থা করুন।