আজ পবিত্র ঈদুল ফিতর

মনিরুল আলম
Published : 26 June 2017, 04:00 PM
Updated : 26 June 2017, 04:00 PM

সবাইকে ঈদ মোবারক । আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে— সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই । এই খুশির ঈদের দিন ছোট বেলায় স্মৃতি গুলো— বেশ মনে পরে । তখন আমাদের শিশু পাঠ্য বইতে একটা গল্প পড়তাম খুব—আজ ঈদ ! মদিনার ঘরে ঘরে আনন্দ! ঈদের নতুন জামা গায়ে, ছোট ছোট ছেলেমেয়েরা সে কি আনন্দ— সবার মাঝে ! ঈদগাহ মাঠে নামাজ পড়ে, একে অন্যের সাথে কোলাকুলি করছেন । আজ ধনী গরিবের মধ্যে কোন পার্থক্য নাই ! এই ঈদের দিনে সেই—গল্পটি খুব মনে পরছে!

আর একটা কথা বেশ মনে পরে— শাওয়াল চাঁদ দেখার পর পর বিটিভিতে,কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী— সেই অসাধারন ভালো লাগার গানটি প্রচার করা, 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে/ শোন আসমানী তাগিদ' আর আমরা তখন বন্ধুরা মিলে ছুটতাম আনন্দ করতে। চন্দন বা লিপ্টনের গাড়ীতে বা কখনো রিকশাতে করে যেতাম এলিফ্যান্ট রোড সহ নানা জায়গায়, বেড়াতাম আর  টুকটাক জিনিসপত্র কিনতাম ।

আজ আমাদের এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করলাম বাপ-বেটা মিলে । ইমাম সাহেবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম। একটা কথা আমার খুব ভালো লাগলো, শুধু পোষাক-পরিচ্ছদের সৌন্দর্য না—এক জন মুসলমানের 'ঈমানের সৌন্দর্য' অনেক বেশি— গুরুত্বপূর্ণ । কিন্তু আমাদের এই বর্তমান সমাজে—এই 'ইমানী সৌন্দর্যের' বড় অভাব দেখা দিয়েছে! দৈনন্দিন জীবনে এর অনুশীলন অপরিহার্য হয়ে পড়েছে ।

ঈদের দিনটি সবার জীবনে আনন্দময় হয়ে উঠুক—ভালো কাটুক । সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা ।

ঈদ মোবারক . . .

লেখক : সাংবাদিক ও আলোকচিত্রী