ডাকসু নির্বাচনের দাবিতে অনশনে ওয়ালিদ

মনিরুল আলম
Published : 7 Dec 2017, 07:03 AM
Updated : 7 Dec 2017, 07:03 AM

তার নাম ওয়ালিদ আশরাফ। আজ ১১ দিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'স্মৃতি চিরন্তন' প্রাঙ্গণে ডাকসু নির্বাচনের দাবিতে অনশন করছেন। কথা হলো তার সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ অনুষদের শেষ বর্ষের সান্ধ্য কোর্সের শিক্ষার্থী। আশরাফ বলেন, ডাকসু হলো গণতন্ত্র চর্চা ও আন্দোলনের সূতিকাগার। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যে শক্তি বা অনুপ্রেরণা তা হলো এই ডাকসু।

তিনি আরো বলেন, ১৯৯০ থেকে এর (ডাকসু) নির্বাচন বন্ধ রয়েছে; যা আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিবেশকে প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত করে, শিক্ষার্থীরা নানা সমস্যায় পরেন। যার সমাধান এই ডাকসু দিতে পারে। কিন্তু ডাকসু নির্বাচন না হওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'স্মৃতি চিরন্তন' প্রাঙ্গণের সামনে অনশনরত ওয়ালিদ আশরাফ। ছবি: মনিরুল আলম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাম সংগঠনের শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী তার এই দাবীর সাথে সংহতি প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান-কবিতা পরিবেশন করেছেন। তার অনশন চলছে …।

০৭ ডিসেম্বর ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখক: সাংবাদিক ও আলোকচিত্রী