ভারতে পাচার করা ১৪ জন তরুণীর দেশে ফেরা

প্রেমাধীনায়ক
Published : 2 Dec 2012, 01:36 PM
Updated : 2 Dec 2012, 01:36 PM

বাংলাদেশ থেকে ভারতে পাচার করা ১৪ জন তরুণী দীর্ঘদিন সেখানে নিরাপত্তা হেফাজতে বন্দী থাকার পর শুক্রবার বাংলাদেশে ফিরে এসেছেন।বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে এদের ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পাচারকারীরা পরে তাদের যৌনবৃত্তিতে বাধ্য করে।ভারতীয় কর্তৃপক্ষ গত শুক্রবার বেনাপোল সীমান্ত পথে এদের বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

প্রতিবছরই অনেক নারীকে বাংলাদেশ থেকে ভারতে কাজের কথা বলে অবৈধভাবে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশের দুটি বেসরকারি সংগঠনের উদ্যোগে তেমন ১৪ জন নারীকে ফিরিয়ে আনার পর তাদের অনেকেই বলছেন ভারতে থাকাকালীন সময়ে তাদের দুঃসহ জীবনের স্মৃতির কথা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করার পর এখন তারা বাংলাদেশ উইমেন ল-ইয়ার্স এসোসিয়েশন বা বি-এন-ডব্লিউ-এল-এ এবং রাইটস যশোর নামে সংগঠন দুটির শেল্টার হোমে রয়েছেন।