লেখার প্রয়োজনে কলম আর দেশের প্রয়োজনে অস্ত্র…!

প্রেমাধীনায়ক
Published : 20 Feb 2013, 07:42 PM
Updated : 20 Feb 2013, 07:42 PM

অনেক দিন হল ব্লগে কিছু লেখি না, সত্যি কথা বলতে কি লেখার সাহস পায় না…..! কি না কি লিখবো আর কে না কে কষ্ট পেয়ে বসে থাকবে কে জানে???? তার চাইতে বড় কথা হল দলাদলির দোলাচলে পড়তে চাই না।কেউ হয়তো বলবে লেখক বাম ঘেষা, কেই বলবে ডানপন্থি, কেউ বলবে লেখক আওয়ামিলিগ ওরফে ভরতের দালাল, কেউ বলবে জামাতী, কেউ বলবে বি.এন.পি, কেও বলবে নাস্তিক, কেও বলবে 'র' এর এজেন্ট।আপনারা হয়তো বলবেন লেখক কাপুরুষ।কিচ্ছু করার নাই বলতে পারেন।আমি লিখতে চায় কিনতু সেটা কোন দলের ব্যানারে নয়, এই অবান্ধব পরিবেশে নয়।কারন বেচে থাকলে হয়তো আমি আমার লেখার বিপরীতে মন্তব্য গুলো দেখতে পাবো, প্রতি উত্তর দিতে পারবো কিন্তু আমার অবর্তমানে আমাকে নিয়ে, আমার লেখা নিয়ে নোংরা রাজনীতি হবে সেটা মানতে পারবো না।কাজী নজরুল এর মত লেখকদের আাজ বড়ই প্রয়োজন।লেখার প্রয়োজনে কলম আার দেশের প্রয়োজনে অস্ত্র হাতে নিতে জানা লেখকের আজ বড়ই প্রয়োজন।