ঝাড়ু ও পদ্মফুল

মেহেদী হাসান
Published : 10 Feb 2015, 07:02 PM
Updated : 10 Feb 2015, 07:02 PM

ঝাড়ু দিয়ে সাফ করা হল দিল্লির রাজপথ ! পদ্মফুলের সোভা এখন কি তপবনের শরবর , নাকি এটি বাসি ফুল! উচ্ছিষ্ট আবর্জনা হয়েছিল দিল্লিবাসীর মনে, ৪ এ চিত পটাং মেরেছে বিজেপি, আর তাদের সেই পদ্মফুলকে ঝাড়ু মেরে তাড়িয়ে দিল রাজনীতির রাজধানী দিল্লির রাজপথ থেকে সেই এলাকার জনগণ। কে জানত বর্তমান শক্তিধর সরকারকে এভাবে শিক্ষা দিবে "আপ" নামের বিজেপির বাপ দলটি ?? কংগ্রেসও শিক্ষা নেবে বিজেপির এই বাপ দলের কাছ থেকে , তা হল হসলা-বুলন্দ হলে ঘুরে দাঁড়ান যায়।

উল্লেখ্য ভারতীয় রাজনীতির ময়দানে এই ঝাড়ু সবাই ব্যবহার করেছিল, ঝাড়ুর ক্ষমতা দেখাতে পটু ছিলেন কেজরিওয়াল। গান্ধী জি কংগ্রেস নেতা ঝাড়ু দিয়ে ভারতের রাজনীতি পরিস্কার করতে বলেছিলেন, তিনি বলেছিলেন ঝাড়ু নিয়ে দুর্গন্ধ সাফাই করতে হবে, তার আদর্শ ধারণ করতে নরেন্দ্র দামোদর মোদিও হাতে ঝাড়ু তুলে নেন, তিনি ঘোষণা করেন 'স্বস্থ-ভারত' নামের অভিযান । কিন্তু তিনিও ঝাড়ুর ব্যবহার শেখেননি !! অবশেষে নাগরীকদের মধ্য হতে উঠে আসা সাধারণ মানুষ অরবিন্দ কেজরিওয়াল ঝাড়ু প্রতিক নিয়ে নির্বাচনে জিতে দেখিয়ে দিলেন ঝাড়ুর ব্যবহার কি করে করতে হয় ।

তবে প্রশ্ন থেকে যায়, আসল পবিত্র পদ্মফুল কে? বিজেপির প্রতিক 'পদ্ম ফুল' নাকি অরবিন্দ (পদ্মফুল) কেজরিওয়াল?