ক্রিকেট মহাভারত

মেহেদী হাসান
Published : 18 March 2015, 07:52 PM
Updated : 18 March 2015, 07:52 PM

অসাধ্যকে সাধন করতে গেলে সবচেয়ে বেশি যে জিনিসের ভূমিকা থাকে তা হল মনোবল । ভারতের বিপক্ষে মহারথীদের দিকে তাকিয়ে বাংলাদেশের খেলোয়ারদের মনোবল ভাঙলে হবে, মনোবল মজবুত করতে হবে ।
কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে ধনুর্ধারী অর্জুন শ্রী কৃষ্ণকে জিঙ্গেস করেছিলেন 'মাধব, আমাদের পক্ষে যতগুলো সৈন্য তার চেয়ে বহু সংখ্যক বেশি সৈন্য ও অস্ত্র কুরুদের পক্ষে । আমাদের চেয়ে বেশি ওদের মহারথী ! ভীষ্ম, দ্রোনাচার্য, ক্বর্ণ এদের মত মহারথীগণ যে পক্ষে তাদের সাথে কি করে যুদ্ধ করে বিজয়ী হব ?'

জবাবা শ্রী কৃষ্ণ বললেন 'অর্জুন , যুদ্ধ কি জয় হয় সংখ্যা দিয়ে ? যুদ্ধ না জয় হয় সংখ্যা দিয়ে না অস্ত্র দিয়ে ! যুদ্ধ জয়ের জন্য সবচেয়ে যে জিনিসের বেশি প্রয়োজন তা হল 'মনোবল ও বুদ্ধি'।'
অরেকটি উদাহরণ, যখন জালুতকে হত্যার জন্য দাউদ (আ:) তালুত রাজার নিকটে আসলেন তখন তালুত দাউদকে প্রশ্ন করলেন 'তুমি জালুতের প্রতাপ দেখনি, সে বিশ্বজয়ী । তার কাছে কোন যোদ্ধা টিকতে পারেনা । তুমি একা তার বিশাল দেখের সাথে কি করে যুদ্ধ করবে ?' উত্তরে দাউদ বললেন 'আমার মনোবল দিয়ে । আমি পশু চারণের সময় বহু প্রকার শিকারী হত্যা করেছি , তাদের মধ্যে বাঘ সিংহও রয়েছে । আমার কাছে জালুত একটা কুকুর ছাড়া আর কিছুই নয় ।'
অপরদিকে আমাদের বদর যুদ্ধের নবমুসলীমদের মনোবলের ইতিহাস ত বিশ্বজোড়া কোন উদাহরণ নেই । ৩১৩ জন নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ হয় হয়েছিল হাজার হাজার কাফেরের বিপক্ষে। আবার ওহদের যুদ্ধে রসূল (সা:) শাহাদাতের মিথ্যা খবরে মুসলীমরা মনোবল ভেঙে ক্ষতির সামনা সামনি পতিত হয়। তাই মনোবলই যুদ্ধের বড় বিষয়।
ক্রিকেট খেলাটিও একটি যুদ্ধ বটে।  এ যুদ্ধে প্রতিপক্ষের মহারথীর হিসাব করে ভয় পেলে চলবেনা । তাদের কুপকাত করতে আমাদের মনোবলই যথেষ্ট আর তা হল আমাদের এই প্রথম বারের মত এতবড় সুযোগ আসা । সব সময় ভাবতে হবে আমরা এ যাবৎ পৃথিবীর বহু বড় বড় দেশকে হারিয়েছি , ভারতকেও ছাড়িনি । এবার আমরা যে করেই হোক সেমিফাইনাল খেলব । ভারতের দূর্বল দিক হল তারা সাম্প্রতিক বিশ্বজয়ী, তাদের হেরে যাওয়া বড়ই লজ্জ্বার বিষয়, অপর দিকে আমাদের বড় অর্জন হবে যদি আমরা জিততে পারি । আজ শ্রীলংকার মত দেশও বিদায় হল কোয়াটার ফাইনাল থেকে , বাংলাদেশ যদি ভারতকে বিদায় দিতে পারে তবে বাংলাদেশ এশিয়ার নেতৃত্ব দিবে । কারণ, অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান টিকতে পারবেনা । তাই মনোবল মজবুত করে, হসলা বুলন্দ করে। মাঠে নেমে পড়তে হবে ।

জয় আমাদের হবেই ইনশাল্লাহ…জয় বাংলা ….।