আমরা মত প্রকাশে ১০০% স্বাধীনতা ভোগ করছি

মেহেদী হাসান
Published : 7 Jan 2012, 06:49 AM
Updated : 7 Jan 2012, 06:49 AM

আমার মনে হয় আমরা মতপ্রকাশের ক্ষেত্রে ১০০%ই স্বাধীনতা ভোগ করছি । যে যার মত করে বুলি আওড়িয়ে বেড়াচ্ছি । যারা যা বুঝিনা সেটারও সমালোচনা করি । মত প্রকাশে যদি বাঁধা থাকতো তবে মিডিয়ায় বসে কেউ বলতে পারতেন না যে আমরা বলতে পারছিনা । তাদের প্রতিবাদ জনগণের কাছে পৌঁছে যায়, আর তারা বলে আমাদের স্বাধীনতা নেই ! এটা কি হাস্ব্যকর নাকি বলতে হবে বেশি পেয়েও অকৃতজ্ঞতা !!?? দেশে দেদারসে কিছু মিডিয়া স্বাধীনতার সুযোগ নিয়ে হলুদ সাংবাদিকতা করে যাচ্ছে , দেদারসে মনগড়া কথা ছাপাচ্ছে । এসব তো প্রতিবাদ নেই বরং কেউ যদি বলে এগুলো ঠিকনা তবে সেটা হবে সরকারের দালালি !! দেশে মাশাল্লাহ ২০-২৫ টা টিভি চ্যানেল সারারাত শুধু সরকারের সমালোচনা ঝড় বয়েযায়, সারারাত যেন সরকারের কর্মকান্ডের পুথি পড়া হয় , পান থেকে চুন খসতেই হয় মিডিয়াঝড়, তবুও কোন নিরাপত্তা নেই । দেশে তো কোন সাহসী সাংবাদিক অপঘাতে মরেনি ! অ্যাকসিডেন্ট ছাড়া, কোন সাংবাদিক গুম হয়নি ! কোন সাংবাদিক বোমা হামলায় মরেনি গেল তিন বছরে, কিছু নির্যাতন হয়েছে কোন সংগঠন কর্তৃক । যদি সরকার সাংবাদিকদের রোষানল কে প্রতিহল করতে অগ্নিমূর্তি ধারণ করতেন তবে ত সাংবাদিকরা বছরের পর বছর ধরে মিডিয়াতে এসে এমন স্বাধীন ভাবে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতেন না । কিছু কিছু পেইড কলামনিস্ট আছেন যারা মেধা বিক্রি করেন সেরদরে তারা এসে সারারাত মিডিয়ায় ঝড় তোলেন, কই…তারাও তো বেঁচেই আছেন মুন্জুরুল ইমাম বালুর গোপালের মতো মরেন নাই !!!!

বর্তমান সরকার যথেষ্ঠ আন্তরিক মিডিয়ার স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে, তাইতো এরাই প্রথমবার এসে ১৯৯৭ সালে বেসরকারি টিভির অনুমতি প্রদান করেন । বেসরকারি টিভি যাতে গ্রমের মানুষ দেখে সঠিক খবর পান সে জন্য একুশে টিভিকে টেরিস্টোরিয়াল সেবা দান করেন । এবার হলূদ সাংবাদিকতার খাতিরে একটা টিভি চ্যানেল বন্ধ হয়েছে কিন্তু আরও ১৫ টি প্রদান করা হয়েছে । অসংখ্য পেপার অনুমতি পাচ্ছে । অনলাইন, ব্লকে কোন প্রতিবন্ধকতা নেই , তবুও কোথাই যেন শুধু সমালচনা " স্বাধীনতা নেই , আরও চাই !!" । স্বাধীনতা নিতে নিতে মুখদিয়ে সমালচনার ঝড় থুথু দিয়ে উড়িয়ে দিয়েও তাদের সাধ মেটেনা । আজ অধিক স্বাধীনতার কিছু নেগেটিভ ভুমিকাও দেখা যাচ্ছে ! হলুদ সাংবাদিকতায় দেশ ছেয়ে গেছে ! বানোয়াট কথা আর মিথ্যা/নেগেটিভ নিউজ দিতে না পারলে যেন মিডিয়াকে ফ্লপ মনে হয় !!!
একজন দুজন সাংবাদিক নির্যাতন হলে তার বিচার হোক কিন্তু সাথে সাথে এটা বলা বন্ধহোক সরকার আমাদের কন্ঠরোধ করে রেখেছে !!!