বৈশাখী টিভির এমএলএম জিজ্ঞাসা, আলোচক বদল হননা, নতজানু উপস্থাপক

মেহের তিশা
Published : 13 June 2012, 03:59 AM
Updated : 13 June 2012, 03:59 AM

বেসকারকারী টিভিতে বিভিন্ন টকশোতে সাধারণত উপস্থাপক একজনই থাকেন। প্রতিদিনের টকশোতে বদল হন আলোচক।

টেলিভিশনগুলো টকশোগুলোর প্রচারণার জন্য তাদের "টিকার" বা "স্ক্রল" এ অনুষ্ঠান এর সময় ও আলোচক এর নাম দেয়।

ব্যতিক্রম দেখেছি বৈশাখী টিভি'র নিয়মিত অনুষ্ঠান "এমএলএম জিজ্ঞাসা"

অনুষ্ঠান এর প্রচারণার জন্য বৈশাখী টিভিতে "টিকার" বা "স্ক্রল" এ একেকদিন অনুষ্ঠানটির একেকজন উপস্থাপক থাকেন। কিন্তু, আলোচক একজনই থাকে। রফিকুল আমিন। আর, উপস্থাপকগণ (ওরা নাকি সব সাংবাদিক!) কেমন যেনো "জি হুজুর" টাইপ এর! নতজানু অ্যাটিচ্যুড।

ঘটনা জানতে চাই। কেউ জানেন?