অ্যাপেলের ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি “টাইটান”

আমিনুল হাসান
Published : 15 Feb 2015, 05:24 AM
Updated : 15 Feb 2015, 05:24 AM

"অ্যাপেল" প্রযুক্তির জগতে এক মাইল ফলক সৃষ্টিকারী নাম। মোবাইল ডিভাইসের পাশাপাশি এবার তারা কাজ করছে বিদ্যুৎ চালিত এক স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে, যার কোডনেম তারা দিয়েছে "টাইটান"। গতকাল বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। অ্যাপেলের প্রতিযোগি প্রযুক্তির আরেক জায়ান্ট গুগল বিদ্যুৎ চালিত স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে কাজ করছে বেশ কিছুদিন ধরে। গাড়ির উপর স্থাপিত লেজার দ্বারা ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে সে অনুসারে স্বয়ংক্রিয় ভাবে ড্রাইভার ছাড়া চলবে গাড়ি। অ্যাপেল যে এদিক দিয়ে পিছিয়ে থাকবেনা তা প্রমান করতেই মূলত এই "টাইটান" প্রজেক্ট। ঐ প্রতিবেদন থেকে আরো জানা যায় অ্যাপেল গাড়ির চাইতে এর পরিচালনাকারি অপারেটিং সিস্টেমের উপর বেশি জোর দিচ্ছে। ভবিষ্যতের স্বয়ংক্রিয় গাড়ির বাজার ধরতেই মূলত অ্যাপেলের এই প্রয়াস। তবে এই গাড়ি কবে থেকে বাজারে পাওয়া যাবে এ বিষয়ে অ্যাপেল আনুষ্ঠানিকভাবে কোন ঘোষনা দেয়নি।