জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় আত্মহননের পথ

মুহাম্মদ উদ্দীন
Published : 11 Dec 2011, 02:19 AM
Updated : 11 Dec 2011, 02:19 AM

জনসেবা করার জন্যই জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কিন্তু জনপ্রত্যাশা পূরণ করতে পারছিলেন না তিনি। এ নিয়ে দুঃখবোধ, হতাশা ও ক্ষোভ থেকে আত্মহননের পথ বেছে নিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী !!! আমার কথাটা যদি সত্য হতো জাতি হিসাবে খুবই উন্নত মনে করতাম নিজেকে,কিন্তু খারাপ লাগলো যখন সংবাদ এ পড়লাম, জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ইউপি সদস্যের আত্মহত্যা! আত্মহননকারী এই জনপ্রতিনিধির নাম খগেন্দ্রনাথ মণ্ডল (৩৮), যে দেশে মন্ত্রী দুর্নীতির কেলেঙ্কিরী করেও বড় বড় কথা বলে,সেই দেশে জনপ্রত্যাশা পূরণ করতে না পরায় দুঃখবোধ, হতাশা ও ক্ষোভ থেকে আত্মহননের পথ বেছে নিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। আমার ভাবতে অবাক লাগে আমাদের দেশে এখনও এমন মানুষ আছে……….|