বিডিনিউজ কার্যালয়ে সন্ত্রাসী হামলা, এর নামই কি রাষ্ট্রীয় নিরাপত্তা?

হাবিবুল্লাহ ফাহাদ এর ব্লগ
Published : 28 May 2012, 05:00 PM
Updated : 28 May 2012, 05:00 PM

দেশের অন্যতম অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান কার্যালয়ের নিচে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার মহাখালীর আমতলীতে সংস্থাটির কার্যালয়ে রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

দেশের নাগরিকদের নিরাপত্তার একি চিত্র? যেখানে খুশি সেখানেই চলছে সন্ত্রাসী তাণ্ডব। রাজপথ, ফ্ল্যাট অবশেষে কর্মক্ষেত্র। সর্বত্রই চলছে সাংবাদিকদের ওপর নারকীয় হামলা। সবার চোখের সামনে ধারালো অস্ত্রের আঘাতেই ক্ষত-বিক্ষত হচ্ছে জলজ্যান্ত মানুষ। হায়! কি নিরাপদ আমাদের নাগরিক জীবন।

কিন্তু এর পরও দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের দাবি 'পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো'। চরম ঘৃণা রাষ্ট্রযন্ত্রের ওইসব কুলাঙ্গারদের প্রতি। ধিক্। ধ্বংস হোক। নিপাত যাক। চিরতরে নিপাত যাক হায়েনা গোষ্ঠী।

বিডিনিউজ কর্মীদের ওপর বর্বরোচিত এ হামলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের ওপর চরম ঘৃণা প্রকাশ করে এর সুষ্ঠু বিচার দাবি করছি।