লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জানুন

মোঃ জসিম উদ্দিন তালুকদার
Published : 23 Nov 2011, 12:22 PM
Updated : 23 Nov 2011, 12:22 PM

বর্তমানে যে সমস্ত পিসি বিক্রিত হয় তার সবগুলোতেই উইন্ডোজ পূর্বেই ইনস্টল করা থাকে বলে বেশীরভাগ ব্যবহার কারী শুরু থেকেই উইন্ডোজ ব্যবহারে অভ্যস্ত হয়ে যান। পরবর্তীতে জড়তা, ভীতি এবং অনিশ্চয়তা থেকে আসে লিনাক্সের প্রতি অনীহা। বর্তমান লিনাক্স ভার্সন গুলো এতটাই সহজ আর ডেস্কটপ ইউজারদের জন্য এতটাই সুবিধা করে দিয়েছে যে আপনি এটিকে পছন্দ করতে বাধ্য। সহজ ইনস্টলেশন সিস্টেম, অটোম্যাটিক ডিস্ক পার্টিশনিং, পরিচিত আর গ্রাফিক্যাল ইন্টারফেসে কাজ করার ক্ষমতা, সবধরনের প্রোগাম বিল্ট ইন পাওয়া এ সমস্ত কারনে লিনাক্স আগের সেই 'জটিল ধরনের অপারেটিং সিস্টেম' বিশেষনটি বাদ দিতে পেরেছে। তাই একজন উইন্ডোজ ব্যবহার কারী বা ম্যাক ওএস ব্যবহার কারী খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন লিনাক্স।

আমি যা শিখাই তার নমুনা :

* লিনাক্স ইনস্টল কিভাবে করবেন ।
* নেটওয়ার্ক ফাইল সার্ভিসেস সেয়ার ইন উইন্ডোজ এ সাথে।
* বেসিক নেটওয়ার্ক ধারণা ।
* নেটওয়ার্ক ডিভাইস পরিচিতি।
* টিসিপি / আইপি প্রটোকল পরিচিতি।
* লিনাক্স ফাইল সিস্টেম ধারনা।
* হার্ডডিক্স পাটির্শন নমুনা।
* ইউজার এবং গুরুপ তৈরী করা।
* পিন্টার ইনস্টল কিভাবে করবেন ।
* ওয়েব সার্ভার ইনস্টল কিভাবে করবেন।
* এফটিপি সার্ভার ইনস্টল কিভাবে করবেন।
* কনফিগার মেইল সার্ভার (সেন্টমেইল, পোষ্টফিক্স,ওয়েব মেইল )
* কিভাবে প্রক্সি সার্ভার কন্ফিগার করবেন।
* কিভাবে সিস্টেম মনিটরিং করবেন।