অপরিকল্পিত সিগন্যাল ব্যবস্থা ও যানজট

মিল্টন
Published : 1 August 2012, 02:37 PM
Updated : 1 August 2012, 02:37 PM

ঢাকা শহরের কল্যাণপুর থেকে ফার্মগেট পর্যন্ত সড়কপথের দূরত্ব প্রায় পাঁচ থেকে ছয় কিঃমিঃ । এই দূরত্ব অতিক্রম করতে যে কোন গণ পরিবহনে সময় ব্যয় হওয়ার কথা সর্বোচ্চ ৩০ মিনিট। কিন্তু কল্যাণপুর থেকে ফার্মগেট যেতে সময় লাগছে প্রায় এক থেকে দেড় ঘন্টা। কারণ কল্যাণপুর থেকে আসাদগেট পর্যন্ত মাত্র ৪ কিঃমিঃ দূরত্বের মাঝে বিভিন্ন স্থানে সামান্য দূরত্বের ব্যবধানে অপরিকল্পিত ভাবে স্থাপিত ৫টি সিগন্যাল পয়েন্ট রয়েছে। প্রতিটি সিগন্যাল পয়েন্টে ১০-১৫ মিনিট অপেক্ষায় থাকে এই পথে চলাচলকারী বিভিন্ন যানবাহন। ফলে এই পথে চলাচলকারী বিশেষ করে অফিসগামী যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। এমতাবস্থায় কল্যাণপুর থেকে আসাদগেট পর্যন্ত অপরিকল্পিত ভাবে স্থাপিত সিগন্যাল পয়েন্টের সংখ্যা কমিয়ে যানজট নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।