কল্যাণপুর নতুন বাজার – কল্যাণপুর বাস স্ট্যান্ড রাস্তায় যানজট সমস্যা

মিল্টন
Published : 15 Oct 2012, 02:55 AM
Updated : 15 Oct 2012, 02:55 AM

ঢাকার মীরপুরে কল্যাণপুর নতুন বাজার থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা দিয়ে প্রতিদিন রিক্সা যোগে প্রচুর অফিসগামী যাত্রী যাতায়াত করছেন। কিন্তু উক্ত রাস্তা দিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস প্রভৃতি চলার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হচ্ছে । ফলে রিক্সা আরোহী অফিসগামী যাত্রী সাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ ইঞ্জিন চালিত বাহন গুলো কল্যাণপুর নতুন বাজার থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা দিয়ে যাতায়াত না করে কল্যাণপুর নতুন বাজার থেকে মীরপুর বাংলা কলেজ পর্যন্ত সড়ক দিয়ে সহজে গন্তব্যে যাতায়াত করতে পারে। এমতাবস্থায় অফিসগামী যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে কল্যাণপুর নতুন বাজার থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা দিয়ে সকল প্রকার ইঞ্জিন চালিত বাহন চলাচলে নিয়ন্ত্রণ বা বিধি নিষেধ আরোপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।