ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মিল্টন
Published : 12 Nov 2012, 10:10 AM
Updated : 12 Nov 2012, 10:10 AM

ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের গুরুতর অভিযোগ রয়েছে। প্রতিদিনই আকাশ পথের প্রচুর যাত্রি বিশেষ করে বিদেশফেরত যাত্রীদের লাগেজ ব্যাগের অনেক মালামাল খোয়া যাচ্ছে। কারো লাগেজ ব্যাগের তালা ভাংগা অবস্থায় আবার কারো লাগেজ ব্যাগের সাইড কাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাৎক্ষনিক অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে একটা চরম অরাজক অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।