সমস্যার সমাধানের আশা কি দুরাশাই থেকে যাবে?

মিল্টন
Published : 13 Dec 2012, 02:52 PM
Updated : 13 Dec 2012, 02:52 PM

আমরা যারা ব্লগে বা দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে লেখালেখি করছি তাদের লেখা প্রকাশের আত্মতৃপ্তি প্রাপ্তি ছাড়া ফলপ্রসু কিছুই অর্জিত হচ্ছে না। আমরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় পর্যায়ের বিবিধ সমস্যা তুলে ধরার চেষ্টা করছি এবং বিরাজমান সমস্যার সমাধানের বিভিন্ন পরামর্শ উল্লেখ করছি । কিন্তু হতাশাজনক হলেও সত্য যে, উল্লেখিত সমস্যার সমাধানের কোনরূপ উদ্যোগী মনোভাব পরিলক্ষিত হচ্ছে না। তাই আমরা ব্লগে বা দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে লেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি। একটা সময় পেরিয়ে গেছে যখন দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে কোন সমস্যা তুলে ধরা হত তখন তাৎক্ষনিক প্রতিক্রিয়া হত এবং তা সমাধানের উদ্যোগী মনোভাব পরিলক্ষিত হত। এখন আর কেউ উল্লেখিত সমস্যার প্রতি ভ্রুক্ষেপ করছে না এবং তা সমাধানের আশা দুরাশাই থেকে যাচ্ছে। কিন্তু এভাবে তো সমাজ, রাষ্ট্র চলতে পারেনা। তাই দৈনিক পত্রিকা ও ব্লগ কর্তৃপক্ষকেই আরো বেশি সোচ্চার হতে হবে যাতে করে যথাযথ কর্তৃপক্ষ উল্লেখিত সমস্যার সমাধানের ব্যপারে উদ্যোগী মনোভাব প্রদর্শন করে এবং তা বাস্তবায়নের চেষ্টা করে।