যানজট কমাতে কতিপয় প্রস্তাবনা

মিল্টন
Published : 30 March 2018, 02:27 AM
Updated : 30 March 2018, 02:27 AM

যানজট কমাতে নিন্মোক্ত ব্যবস্থাসমূহ নেওয়া যেতে পারেঃ

১) ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে- (ক) প্রতিদিন সকাল ১০টা পর্যন্ত সকল ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) চলাচল বন্ধ রাখতে হবে, (খ) ব্যক্তিগত গাড়ি নির্দিষ্ট লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে এবং (গ) একই পরিবারে ব্যবহৃত একাধিক ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

২) যেহেতু পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছে না, তাই ঢাকা শহরের সকল ফুটপাত ভেঙ্গে ফেলতে হবে। তাহলে রাস্তা আরো চওড়া হবে এবং গাড়ি চলাচলে সুবিধা হবে। এতে করে ফুটপাত আর হকারের দখলে থাকার সুযোগ থাকবে না।

.

.

৩) যত্রতত্র অপরিকল্পিতভাবে গড়ে উঠা সিগন্যাল পয়েন্টের সংখ্যা কমিয়ে নির্দিষ্ট দূরত্বে ইউ-টার্ণে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে হবে।

৪) পুরাতন মডেলের এবং ফিটনেস বিহীন সকল গাড়ির চলাচল বন্ধ করতে হবে।

৫) নির্দিষ্ট স্থান ব্যতীত যেখানে-সেখানে যার যার সুবিধা মত গাড়ি পার্কিং আইন করে বন্ধ করতে হবে।

৬) প্রতিদিন অফিসের সময় শুরুর আগে এবং অফিসের সময় শেষে একই সড়কে গাড়ি চলাচলের চাপ কমানোর জন্য মূল সড়কের পাশাপাশি বিকল্প সড়কে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে হবে।

৭) নির্দিষ্ট বাস স্ট্যান্ড ব্যতীত যেখানে-সেখানে (যাত্রী ও বাস চালকের সুবিধামত) বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা বন্ধ করতে হবে।