সার্ভিসে লোকাল, ভাড়ায় ডাইরেক্ট!

মিল্টন
Published : 5 April 2018, 04:07 AM
Updated : 5 April 2018, 04:07 AM

ঢাকা শহরের বিভিন্ন রুটে চলমান মিনিবাস গুলোর কথিত সিটিং সার্ভিসের নামে 'ডাইরেক্ট' সার্ভিস যাত্রী সাধারণের কাছে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে আসা মিনিবাস গুলো গন্তব্যে পৌঁছানোর পূর্ব পর্যন্ত স্থানে স্থানে বাস থামিয়ে যাত্রী উঠা-নামা করছে প্রতিনিয়ত। কিন্তু বাস বোঝাই সকল যাত্রীর থেকে সিটিং বা ডাইরেক্ট (!) সার্ভিসের ভাড়াই আদায় করছে তারা! বিষয়টা এমন- সার্ভিসে লোকাল, ভাড়ায় ডাইরেক্ট। এ নিয়ে প্রতিদিন বাস কন্ডাক্টর ও যাত্রীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনাও ঘটছে।

এছাড়া অধিকাংশ বাসে ফ্যানের ব্যবস্থা নেই। হাতে গোনা কিছু বাসে ফ্যান থাকলেও 'তা নষ্ট'- এই অজুহাতে বন্ধ করে রাখা হয়। এহেন পরিস্থিতিতে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।