হায় সভ্যতা! রামপাল সভ্যতা

তাহের আলমাহদী
Published : 16 July 2016, 01:50 PM
Updated : 16 July 2016, 01:50 PM

রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোন বাঘ মরবে না, হরিণ ও অন্যান্য প্রাণীও মরবে না, নষ্ট হবে না জীববৈচিত্র্য। বরং তারা আরও নিরাপদ জীবন যাপনের জন্য চলে যাবে পশ্চিমবঙ্গে, সংখ্যালঘুরা যেমন যায়। সংখ্যালঘুদের এই দেশে থাকার দরকারই বা কী?

সুন্দরবনে আমরা হাউজিং করবো, নতুন নতুন প্রাসাদ গড়বো। এমন সব প্রাসাদ হবে সমুদ্র দেখতে আপনাকে দূরে যেতে হবে না, জানালার শার্সিটা খুলে দিবেন, দেখবেন সমুদ্রের ঢেউরা কেমন খেলা করে। নোনা হাওয়া আপনাকে এমন ফুরফুরে করে দিবে বাঘ হারানোর দুঃখ আপনার মনেই পড়বে না।

কোন রকম হাউকাউ করবেন না, একটা বিদ্যুৎকেন্দ্র করতে দেন, দেখবেন বড় বড় ইন্ড্রাটিজ গড়ে তুলবো জঙ্গল কেটে। টাটার গাড়ি গুলো আমাদের আর আমদানী করতে হবে না, সুন্দরনগরের কারখানাতেই তৈরি হবে নতুন নতুন গাড়ি।

সুন্দরবনের বান্দরের কথা ভাবছেন, আপনারও কম বান্দন নন, আপনারা থাকতে জঙ্লী বান্দরের প্রয়োজনী কী?

আপনারা এখনও সেই জংলীই রয়ে গেলেন, সভ্যতা বুঝেন না। গবেট।