তিন পার্বত্য জেলার সাথে আর “পার্বত্য”, “হিল” শব্দটি ব্যবহার করা যাবেনা এই মর্মে সরকারের গোপন নির্দেশনা

মিঠুন চাকমা
Published : 12 Nov 2012, 04:21 PM
Updated : 12 Nov 2012, 04:21 PM

বাংলাদেশ সরকার তিন পার্বত্য জেলা সমূহকে কী নামে ডাকা হবে তা নিয়ে নির্দেশনা প্রদান করেছেন। তাদের কথায় এখন থেকে তিন পার্বত্য জেলাকে সরকারী পর্যায়ে শুদ্ধনামে ডাকতে হবে, লিখতে হবে। শুদ্ধ নামটি হচ্ছে, খাগড়াছড়ি জেলাকে "খাগড়াছড়ি পার্বত্য জেলা" বলা যাবেনা। লিখতে হবে "খাগড়াছড়ি জেলা" হিসেবে।

আদতে এই নাম বদল বা অন্য নামে ডাকা বিষয়টিকে খুবই ছোট মনে হতে পারে; কিন্ত এর পেছনে যে সুদূর লক্ষ্য তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের স্বতন্ত্র সাংস্কৃতিক সত্তা/বৈশিষ্ট্যকে অস্বীকার করার একটি প্রচেষ্টা। পার্বত্য চট্টগ্রামের নিজস্ব ইতিহাস-ঐতিহ্যকে ধীরে ধীরে লুপ্ত করে দেয়ার একটি সুদূরাভিমুখী একটি কর্মকৌশল।

সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এর চেয়ে আরো গভীর সমস্যা থাকলেও সরকার এইসব সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে কেন হঠাৎ এই ধরণের নির্দেশনা জারি করলো?