আইনের ভাষায় “গুম” বলে কিছু নেই?!

মিঠুন চাকমা
Published : 16 Feb 2012, 03:43 PM
Updated : 16 Feb 2012, 03:43 PM

১৫ ফেব্রুয়ারির কালের কন্ঠ পত্রিকা দেখছিলাম। ১৫ পৃষ্ঠায় চোখ আটাকে গেল এক শিরোনামের দিকে। শিরোনমাটি হচ্ছে-" সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, গুম বলে কিছু নেই তবে ৫৩৭ জন অপহরিত হয়েছে
সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেছেন। তিনি বলেছেন, আইনের ভাষায় গুম বলে কিছু নেই। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৫৩৭ জন ব্যক্তি অপহরিত হয়েছে। এদের মধ্যে ৪৮০ জনকে উদ্ধার করা হয়েছে। বিএস এনপির সংসদ সদস্য এ এম মাহবুবউদ্দিন খোকনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমার আইন বিষয়ে বা আইনে শব্দ প্রয়োগ বিষয়ে ধারণা নেই। এখানে যদি কেউ আইন বিষয়ে ধারণা থাক মানুষ থেকে থাকেন তবে অনুরোধ করছি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঠিক কিনা তা নিয়ে আলোচনা করতে।
আর গুম শব্দটি আইনে না থাকলে কাউকে অপহরন করার পর তাকে পাওয়া না গেলে কিভাবে আইনের ভাষায় তাকে চিহ্নিত করা হবে তাও যদি জানা যেতো তবে খুশি হতাম।