কলাম লেখক ও মাকাল ফল

বিভূতি ভূষণ মিত্র
Published : 14 June 2014, 06:58 AM
Updated : 14 June 2014, 06:58 AM

ছোটবেলায় মনে করতাম যারা কলাম লিখে তারা না জানি কি? সরকার-মন্ত্রী-প্রধানমন্ত্রীও এদের ভয় পায়। তাহলে এদের ক্ষমতা কত? এদের জ্ঞান কত? ধীরে ধীরে যত কাছে যাওয়া শুরু করলাম, ধীর ধীরে যত বিখ্যাত কলাম লেখকদের কাছে গেলাম, ততই আমার মুখটা চুপসে যাওয়া শুরু করল। আমাদের গ্রামের বাড়িতে একটি মাকাল ফলের গাছ ছিল। ফল যখন হইত, আসলেই অনেক সুন্দর দেখাত। কিন্তু এই সুন্দর ফল আসলেই কোন কাজের না। বিডিনিউজ২৪ থেকে প্রথম আলো-সমকাল-যুগান্তর অব্দি এই মাকাল ফল ছড়িয়ে ছিটিয়ে আছে। উহা দেখতে সুন্দর কিন্তু কাজের না।