যন্ত্র থামাও, নতুন পৃথিবী বানাও: মুক্তির ডাক

বিভূতি ভূষণ মিত্র
Published : 14 Oct 2011, 07:47 AM
Updated : 14 Oct 2011, 07:47 AM

সত্যিকারের গণতন্ত্র কায়েমের এটাই সময়। নানা দুর্নীতি থেকে মুক্ত রাখতে ও দীর্ঘস্থায়ী সমাধানের পথে এগুনোর এটাই সময়। অক্টোবর ২০১১ শান্তি, অর্থনীতি, মানবাধিকার ও বিশ্বব্যাপী স্বাস্থ্যকর পরিবেশ গঠনের ডাক দিয়েছে। তাদের মতে কনসার্ট, র‍্যালি ও নানা রকমের প্রতিবাদ সরকারের মদদদাতা কর্পোরেটকে রুখার একটা শক্তিশালী মাধ্যম।

তাদের মতে আমরা প্রতিনিয়ত যুদ্ধের সম্মূখীন, সামাজিক-অর্থনৈতিক বিপর্যয়ের সম্মূখীন, পরিবেশ ধ্বংসের সম্মূখীন। এবং এটি কর্পোরেটের কারণে। তাদের মতে সমস্ত পৃথিবীতেই ৮০ বছর ধরে মধ্যবিত্ত ও গরীব মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে কর্পোরেটের কারণে। এজন্য তারা যন্ত্র থামাও, নতুন পৃথিবী বানাও স্লোগানকে সামনে রেখে ডাক দিয়েছে মুক্তির। তারা চাচ্ছে কর্পোরেট ক্ষমতার অবসান আর শুরু হোক প্রকৃত অংশগ্রহণ মূলক গণতন্ত্রের চর্চা। তাদের মতে, সঙ্গীত, কলা, নাটক প্রভৃতির মাধ্যমে নতুন পৃথিবী গড়ার লড়াই চালানো সম্ভব।

আপনিও ওদের ওয়েবসাইটে একাত্মতা প্রকাশ করুন।আর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী ধনীদের বিরুদ্ধে গরীবের আন্দোলনে সামিল হোন।