রেডিকেল বামপন্থিদের কে অর্থায়ন করে? মূল : স্টিভ বেল্ডউইন , সাংবাদিক

বিভূতি ভূষণ মিত্র
Published : 26 Oct 2011, 06:40 AM
Updated : 26 Oct 2011, 06:40 AM

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লোকজন ভাবতে শুরু করেছে, বাম সংগঠনগুলো ও বাম ভিত্তিক কিছু ফাউণ্ডেশন যুক্তরাষ্ট্রের জনমানুষের জীবন সংস্কৃতিকে ধ্বংস করছে, খ্রিস্টান ভিত্তিক সংগঠন ও এক প্রকারের এন্টারপ্রাইজ পদ্ধতিকে তারা নষ্ট করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রে এ জন্য ইউরোপীয়ান স্টাইলের বাম ঘরানা দরকার। তারা এই রকম রেডিকেল বাম সংগঠন গঠন করতে যাচ্ছে পৃথিবী জুড়ে। এদের অর্থায়ন করে থাকে এমন একটি সংগঠন হল টাইডস ফাউন্ডেশন। আজ টাইডস ফাইন্ডেশনের নীতিমালা ও কাদেরকে সহায়তা করে তা ছোট্র করে তুলে ধরা হল।

গত ৩৩ বছর ধরে টাইডস ফাউন্ডেশন মুক্ত বাণিজ্যিক দল (এন্টি ফ্রি এন্টারপ্রাইজ), ব্যক্তি সম্পত্তি বিরোধী দল, গর্ভপাত অধিকার আদায়ের গোষ্ঠীকে সহায়তা করেছে। বলা হয়ে থাকে পৃথিবী জুড়ে ১০০ এর মত বাম সংগঠন টাইডস ফাউন্ডেশন থেকে ফান্ড পেয়েছে। এরা মূলত এন্টি আমেরিকা শব্দটিকে যারা ব্যবহার করে তাদেরকেই ফান্ড দিয়ে থাকে।

১৯৯৮ সালে টাইডস ফাউন্ডেশন ৪৮ থেকে ৭১ মিলিয়ন ডলার ফান্ড করেছে। ২০০২ সালে ৫৯ থেকে ৭৭ মিলিয়ন ডলার ফান্ড দিয়ে আসছে।