ব্রেকিং থট-১১: বহুজাতিকের বিরুদ্ধে অনলাইন এক্টিভিজম?

বিভূতি ভূষণ মিত্র
Published : 27 Oct 2011, 06:56 AM
Updated : 27 Oct 2011, 06:56 AM

আমাদের দেশে জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন এক্টিভিস্ট নামক একটি প্ল্যাটফর্মের নর্তন কুদন দেখে মনে হয় বহুজাতিকের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করছে বহুজাতিকেরাই। কেননা ফেসবুক, ব্লগ, ব্লগজিন ও অনলাইন এক্টিভিজম বহুজাতিক সংস্কৃতিরই একটি বড় নমুনা।

কেননা বহুজাতিক সংস্কৃতি ছড়িয়ে পড়ার এখন অন্যতম মাধ্যম হল ফেসবুক, ব্লগ এসব।

সহজপ্রাপ্যতা বা হাতের নাগালে থাকার কারণে এটি সহজেই গ্রাস করে ফেলছে আমাদের। কর্পোরেট সংস্কৃতির যে ভয়াবহতার কথা বলা হয়, যে কারণে দুনিয়া জুড়ে এর বিরুদ্ধে লড়াই এমনকি আমাদের দেশেও, সেই আমরা মানে জাতীয় স্বার্থে ব্লগার-আনলাইন এক্টিভিস্ট আসলে কর্পোরেটকেই প্রশ্রয় দিয়ে যাচ্ছি গোপনে, অজান্তে।

আমরা অনেকেই আরব বিশ্বে বিদ্রোহে ফেসবুকের ভূমিকার কথা তুলে ধরি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, সেই বিদ্রোহের ইন্ধনদাতা স্বয়ং যুক্তরাষ্ট্র বা কর্পোরেট মোড়ল।