অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন ও রাশিয়া-চীন

বিভূতি ভূষণ মিত্র
Published : 3 Nov 2011, 10:21 AM
Updated : 3 Nov 2011, 10:21 AM

বিশ্বের প্রায় সবগুলো দেশে অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের ঢেউ আছড়ে পড়লেও রাশিয়াতে এই ঢেউ দেখা যাচ্ছিল না। কিন্তু বেশি দিন সময় লাগেনি এই ঢেউ এসে গায়ে লাগতে। অবিচার ও অসমতার বিরুদ্ধে তারা পতকা উড়িয়েছে। স্লোগান ধরেছে। র‍্যালি করেছে। তাদের কথা, রাশিয়ার বিপ্লব অনেক আগেই মিউজিয়ামে চলে গেছে। সেই বিপ্লব ফিরিয়ে আনতে হবে। দ্য পিপলস শেয়ার ও ফুড নট বোম্ব নামক দুইটি সংগঠন এই কাজে সহায়তা করেছে।

অক্টোবরের ১৭ তারিখে দারিদ্র দূরীকরণ নামক আন্তর্জাতিক দিবসে দুইটি দলে ভাগ হয়ে পড়েন তারা। প্রথম দলটি বেশি দূর এগোতে না পারলেও দ্বিতীয় দলটি তীব্র ঠান্ডা ও তুষারপাত ভেদ করে ৫ ঘণ্টা ধরে র‍্যালি করে। তবে এই র‍্যালিতে ৮ জনকে গ্রেফতার করা হয়।

চীনে অকুপাই আন্দোলনের দেখা না মেললেও চীন সরকার যুক্তরাষ্ট্রের মিডিয়াকে সমালোচনা করছে।

ফিনেন্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, অকুপাই ওয়াল স্টিট আন্দোলন যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, চীন সরকার তখন এ বিষয়ে সুর পাল্টাচ্ছে। টাইমসে একটি পত্রিকা প্রতিনিধির বরাত দিয়ে উল্লেখ করা হয়, আমাকে অকুপাই ওয়াল স্ট্রিট সংক্রান্ত কোনও খবর না চাপানোর জন্য।