একটি মার্কিন চুলকানি

বিভূতি ভূষণ মিত্র
Published : 7 Nov 2011, 02:39 PM
Updated : 7 Nov 2011, 02:39 PM

বামপন্থিদের মার্কিনি যে কোনও বিষয়ে চুলকানি থাকলেও একটা মজার বিষয় কয়েক মাস ধরে খেয়াল করছিলাম অধিকাংশ বাম দল আরব বসন্ত বা আরব স্প্রিং এবং অকুপাই ওয়াল স্ট্রিটের মত টার্মগুলো বেশ সাদরেই গ্রহণ ও এ নিয়ে নড়াচড়া করেছে।

আরব দেশগুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা কি পরিমাণ সহায়তা করবে আমেরিকার গণতন্ত্র ফতৈরি করতে এ নিয়ে দর কষাকষি হয়েছে, আমাদের দেশের বামপন্থিদের এ নিয়ে ইউএস এম্বেসির সাথে কোনও দর কষাকষি হয়েছে কি না এ নিয়েই ভিতরে ভিতরে বেশ কৌতুক বোধ করতাম।

আর ভাবতাম ক্ষতিই বা কি রাশিয়া যখন নেই, আমেরিকান নয়া বাম জাতীয় কিছু তকমা লাগিয়ে যদি ডলার কামানো যায় তাতে ক্ষতিই বা কি।

আমার ইচ্ছেটা আদৌ পুরণ হচ্ছে বা হবে কিনা জানা নেই।