বিশ্ব সাহিত্যে কবিতার বিষয় প্রবণতা ও আমরা

বিভূতি ভূষণ মিত্র
Published : 21 Nov 2011, 12:28 PM
Updated : 21 Nov 2011, 12:28 PM

ডেভিড পারমেন নামের একজন লেখক একবার সাম্প্রতিক সময়ের ইংল্যান্ডের একটি কবিতা ম্যাগাজিনের ২৮০ টি কবিতার নমুনা পাঠ করে বর্তমান সময়ে কোন কোন বিষয়ে কবিতা লেখা হয় তার একটি তালিকা তৈরি করেন। এটি ২০০৩ কি ০৪ সালের দিকে । তার তালিকাটি ছিল এরকম –

৩২% : ব্যক্তিগত, প্রতিফলিত, এলিজি।
২৪% : আলোচনামূলক।
১৪% : বর্ণনামূলক/ ইতিহাস
১৩% : দর্শনমূলক/প্রতিফলিত/ আইরনিক
১১% : কমেডি/ আচরণ বা অভ্যাস নিয়ে
৩% : স্যাটায়ার
৩% : ভালবাসা/প্রেম

এই তালিকাটি যেহেতু একেবারেই সাম্প্রতিক সময়ের এবং ইউরোপের একটি দেশের ম্যাগাজিনের কবিতা নিয়ে, এই তালিকাটি দেখেই বর্তমান সময়ে কবিতা বিষয় নির্বাচনের একটা প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। এর দোষ-গুণ নিয়ে আলাপ না করে আপাতত আমরা একটা জায়গা চিন্তা জগতে স্থান করাতে পারি, আমরা কবিতা লেখার ক্ষেত্রে কোন ধরণের বিষয়কে নির্বাচন করছি।