ইউরোর ধারণা ১০ টি কারণে নির্বুদ্ধিতার লক্ষণ

বিভূতি ভূষণ মিত্র
Published : 27 Nov 2011, 03:54 PM
Updated : 27 Nov 2011, 03:54 PM

ইউরোর ধারণা ১০ টি কারণে নির্বুদ্ধিতার লক্ষণ। ইউরো কোনভাবেই সাংঘর্ষিক মনস্তত্ত্ব অতিক্রম করতে পারে নাই। ইউরোকেন্দ্রিক কোনও সাংস্কৃতিক মিডিয়াই গড়ে উঠে নাই । ভাষা ইউরোপের দেশগুলোর বাধা হয়ে দাড়িয়েছে। এখনও পর্যন্ত কারও প্রতি কারও বিশ্বাসের লক্ষণ দেখা যায়নি। ইউরো নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। বিনিময় মান কমে গেছে। ইউরোপীয় মনস্তত্ত্ব ধরতে পারে নি।

ইন্টারেস্ট রেট স্বাভাবিক থাকে নি। জনগণের মাঝে গ্রহণযোগ্যতা পায় নি। এতগুলো প্রতিবন্ধকতার পরও কোনও ধরণের আইনি কাঠামো তৈরি হয় নি।