এটিএম কি তাহলে জাল টাকা বানানোর কারখানা?

বিভূতি ভূষণ মিত্র
Published : 3 Dec 2011, 12:17 PM
Updated : 3 Dec 2011, 12:17 PM

বেশ অনেকদিন ধরেই প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এটিএম বুথ থেকে জাল নোট বেরোচ্ছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক উদ্বিগ্ন। বুথ সংক্রান্ত সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

কিন্তু রহস্যেই থেকে গেল কীভাবে এটিএম বুথে জাল টাকা আসে? কীভাবে একটি ব্যাংক থেকেই আমাকে জাল টাকা নিয়ে প্রতারিত হতে হচ্ছে? তাহলে কি জাল টাকার সঙ্গে ব্যাংক জড়িত ? নাকি অন্য কেউ জড়িত? অন্য কোনও ব্যক্তি বা দল জড়িত?