জাবির আন্দোলন নিয়ে

বিভূতি ভূষণ মিত্র
Published : 13 Jan 2012, 02:56 PM
Updated : 13 Jan 2012, 02:56 PM

দোস্ত একটা কথা বলত-জাবির জুবায়ের হত্যা আন্দোলনের সাথে মাহাত্মের কি সম্পর্ক? বন্ধু বলল- দেখ কিছু মনে করিস না,দুই ছাত্রলীগ মারপিট কইরা একজন মরছে। এটাই তো স্বাভাবিক। এখানে মাহাত্মের কি আছে? আর ছাত্ররা আন্দোলন করছে- নিরাপত্তার বিষয়টি নিয়ে তাদের শঙ্কিত হওয়ারই কথা । তবে শিক্ষকদের মধ্যে এই নিয়ে ভিসি পন্থি-ভিসি বিরোধী গ্রুপের সংঘর্ষ হবেই। কেননা এর সাথে তাদের স্বার্থ জড়িত। আর প্রাক্তন ছাত্রদের মধ্যে…… এ ঘটনায় খারাপ লাগা কাজ করবেই। । তবে প্রাক্তন ছাত্রদের কাছে এখানে মার্কসীয় বল প্রয়োগের নামে ধান্দাবাজি বল প্রয়োগ ছাড়া আর কিছু আশা করাটা ঠিক হবে না। কেননা এদের মধ্যে কেউ হয়ত শিক্ষক হওয়ার জন্য বা অন্য সুবিধা নেওয়ার জন্য এটা করছে,তাদের নিশ্চয়ই এখন ছাত্রলীগের হাতে মাইর খাওয়ার ভয় নাই।