যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনলাইন সংক্রান্ত বিতর্কিত বিলের পক্ষে সমর্থন কমে আসছে

বিভূতি ভূষণ মিত্র
Published : 19 Jan 2012, 10:41 AM
Updated : 19 Jan 2012, 10:41 AM

হাজার হাজার ওয়েবসাইট ব্ল্যাক আউট পালনের পর যুক্তরাষ্ট্রের আটজন আইনজীবী পাইরেসি বন্ধে প্রস্তাবিত আইন থেকে তাদের সমর্থন তুলে নিয়েছেন। মার্কো রুবিও নামের একজন আইনজীবী সিনেটে বলেন, এরকম পদক্ষেপের জন্য আরও সময়ের প্রয়োজন।

২০১১ সালে মার্কিন সিনেটে প্রস্তাবিত হয় স্টপ অনলাইন অ্যাক্ট এবং প্রোটেক্ট আইপি অ্যাক্ট নামের দুইটি বিতর্কিত বিল। পাইরেসি বন্ধে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যরা এই বিল দুইটি উত্থাপন করে। বিলের বিপক্ষে ২৪ ঘণ্টা প্রতিবাদ পালন শেষ করেছে উইকিপিডিয়া। প্রতিবাদ হিসেবে উইকিপিডিয়া বুধবার তার ইংরেজি ভার্সনটি ২৪ ঘণ্টা বন্ধ রাখে।

বুধবার উইকিপিডিয়ার ডাকা ব্ল্যাকআউটে মোট ৫৮টি স্বনামধন্য ওয়েবসাইট অংশগ্রহন করে। তারা নিজেদের মতো করে তাদের সাইট বন্ধ রাখে নির্দিষ্ট সময় পর্যন্ত।