ইন্টারনেট আগ্রাসন মানি না, কপিরাইট মানি না, সবকিছুর কপিলেফ্ট চাই

বিভূতি ভূষণ মিত্র
Published : 20 Jan 2012, 07:42 AM
Updated : 20 Jan 2012, 07:42 AM

ইন্টারনেট আগ্রাসন মানি না, কপিরাইট মানি না, সবকিছুর কপিলেফ্ট চাই

বন্ধ করে দেওয়া হল মেগাআপলোড । ইন্টারনেট ফাইল শেয়ার করার সবচেয়ে বড় ওয়েবসাইট মেগাআপলোড বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। এই সাইটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছে। সোপা এবং পিপা পাশ হওয়ার আগেই এই আগ্রাসনের নমুনা দেখাল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলি বলেছেন, কপিরাইট আইন লঙ্ঘন করায় কপিরাইট সংরক্ষণকারী ওয়েবসাইটগুলি ৫০ কোটি ডলারেরও বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে জানানো হয়, মেগাআপলোডের দুই প্রতিষ্ঠাতা কিম ডটকম এবং ম্যাথিস অর্তম্যানকে অকল্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।

নিউজিল্যান্ডেও মেগাআপলোডের আরও দুই কর্মচারী রয়েছে। তাদের গ্রেফতার করে দেশে পাঠানোর জন্যও যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড বরাবর আবেদন জানিয়েছে।