ব্রেকিং থট- ২০

বিভূতি ভূষণ মিত্র
Published : 29 Feb 2012, 05:18 PM
Updated : 29 Feb 2012, 05:18 PM

বন্ধুকে বললাম, ৪০ বছরের নিচের তরুণদের নিয়ে একটি বুদ্ধিবৃত্তিক প্রকল্প শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ে খেয়াল করেছিস। সেখানে নানা রাজনৈতিক ঘরানা পত্রিকার মাধ্যমে একটা কিছু করতে চাচ্ছে এই যেমন ধর ডেইলি স্টার। এ বিষয়ে তোর কি মনে হয়? বন্ধু বলল, হুম দেখেছি ওখানে ড্রাইভার, সিকিউরিটি অফিসারেরও প্রোফাইল দেখলাম। তবে এই প্রকল্পে ব্যাপক ইনভেস্টমেন্ট আছে বোঝা যাচ্ছে। একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটাতে এই ৪০ বছরের নিচের তরুণরাই যথেষ্ট। জানি না কি হবে। তবে ৭১ এর আগে যাদের জন্ম তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা আর ৭১ এর পরে যাদের জন্ম তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার একটা বিরাট ফারাক রয়েছে। ইতিহাস, চেতনা, রাজনীতি, এসব নানা বিষয়ে নতুন আঙ্গিকে ৭১ এর পরে যাদের জন্ম তাদের তৈরি করার প্রকল্পটা একটা নাড়া দেবে নিশ্চয়ই। কিন্তু কোন দিকে যে যাবে, কিভাবে যাবে, এক পর্যায়ে দেউলিয়াপনা শুরু হয়ে যায় কিনা সেটাও বেশ ভাবনার।