মিনার মাহমুদ, আমারও কি কোনও একদিন একা মরে পড়ে থাকতে হবে?

বিভূতি ভূষণ মিত্র
Published : 29 March 2012, 04:04 PM
Updated : 29 March 2012, 04:04 PM

মিনার মাহমুদ,এই দাসত্বের জীবন তো আমারও। আমারও কি আপনার মত হাই পাওয়ারের এন্টিবায়োটিক খেতে হবে? আমারও কি কোনও একদিন কোনও এক হোটেলে একা মরে পড়ে থাকতে হবে? আমি কি পারব এই হতাশা, এই দাসত্বের শৃংখল, এই ক্রমশ নুব্জ্য, ক্ষয়ে যাওয়া এই জীবনকে বাঁচিয়ে রাখতে?

জানি না। মনটা ভীষণ খারাপ। এক সময় যে বিচিন্তা বাঙ্গালির ঘরে ঘরে ছিল, সেই বিচিন্তার সম্পাদক, মিনার মাহমুদ, আপনি আজ চলে গেলেন। লেখে গেলেন এই দাসত্বের জীবন চান না আপনি।