বার্ড ফ্লু মানুষের তৈরি করা রোগ?

বিভূতি ভূষণ মিত্র
Published : 4 April 2012, 09:44 AM
Updated : 4 April 2012, 09:44 AM

দীর্ঘদিন ধরেই এক ধরণের বিতর্ক চলছে অনেক জীবাণু শত্রু দেশ কি সত্যি সত্যি তৈরি করে ছেড়ে দেয়?

সম্প্রতি গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে একদল বিজ্ঞানী দাবি করেছে যে তারা বার্ড ফ্লু তৈরি করেছে যা ঠান্ডা ও কফের জন্য দায়ী।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের জৈব নিরাপত্তা দল বেশ বিপাকে পড়েছে। গত ডিসেম্বরেই তারা এই ধরণের প্রতিবেদন জনগণের সামনে না আনার পরামর্শ দিয়েছিল।

বিজ্ঞান জগতে এ নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। অনেক গবেষক বলেছেন এই কাজ জনগণের সামনে করতে হবে। অন্যান্যরা মনে করছেন, না এটা সবার সামনে করা যাবে না।

কিন্তু আমার সন্দেহ অন্য জায়গায়। এই বার্ড ফ্লু কি তারা তৈরি করার পর একটা নাটক করছে না সত্যি সত্যি বার্ড ফ্লু বলে কোনও রোগ আছে?