জাহাঙ্গীরনগরে পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শফিক মিতুল
Published : 7 Jan 2016, 09:46 AM
Updated : 7 Jan 2016, 09:46 AM

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউন।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চের পাশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিভিন্ন বিষয়বস্তু (জাতীয় পতাকা, পাখি, পশু, মাছ) ও প্রাকৃতিক সৌন্দর্যের ওপরে মোট তিনটি ক্যাটগরিতে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানান রোটার‌্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউন এর চার্টার্ড সভাপতি ইমদাদ হক।

ক্যাটাগরিগুলো হচ্ছে- প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রথম ক্যাটাগরি, ৫ম ও ৬ষ্ঠ শ্রেণি নিয়ে দ্বিতীয় ক্যাটাগরি এবং ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তৃতীয় ক্যাটাগরি।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লোক প্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ ছায়েদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, দৈনিক বণিকবার্তার সাংবাদিক দিদারুল হক প্রমুখ।