জাহাঙ্গীরনগরে ‘জাতীয়তাবাদ ও ধর্ম’ শীর্ষক জাতীয় সম্মেলন শুরু শনিবার

শফিক মিতুল
Published : 25 Feb 2016, 08:29 PM
Updated : 25 Feb 2016, 08:29 PM

সমসাময়িক বিশ্ব ও বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক জীবনে 'জাতীয়তাবাদ' এবং 'ধর্ম' এর পারস্পারিক সম্পর্ক উন্মোচন করার প্রয়াসে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'জাতীয়তাবাদ ও ধর্ম' শীর্ষক দু'দিনব্যাপী জাতীয় সম্মেলন।

 

আগামি ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তনে নৃবিজ্ঞান বিভাগের আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম।

 

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা।

 

সম্মেলনে 'বহুজাতিক প্রেক্ষাপটে ধর্মের চর্চা', 'জাতিতত্ত্ব, সংখ্যালঘু ও পরিচয়ের রাজনীতি', 'ধর্মনিরপেক্ষ ও ঐতিহ্য', 'সমসাময়িক বিশ্বে হিজাবের চর্চা', 'লিঙ্গ ও জাতিগত রাষ্ট্র', 'বহুবিধ পরিচয় নির্মান ও জাতি রাষ্ট্রের ভূমিকা', 'শাহবাগ: জাতি ও জাতীয়তাবাদ', 'ধর্ম, বিশ্বাস ও ধার্মিকতার আন্দোলন' শীর্ষক ৮টি প্যানেলে ২৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

 

দেশের প্রায় ১৩টি বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষক, গবেষক এবং শতাধিক শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করবেন।

 

সংবাদ সম্মেলনে অধ্যাপক মির্জা তাসলিমা বলেন,  সমসাময়িক বিশ্ব ও বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদ এবং ধর্ম গুরুত্বপূর্ণ দুটি বিষয়। উত্তর উপনিবেশবাদ পর্যায়ে জাতীয়তাবাদ নতুন রূপে আবির্ভূত হচ্ছে এবং একাডেমিক ও রাজনৈতিক চর্চার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। একই সময়ে 'পশ্চিমা' ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ব্যাপকভাবে চর্চিত হচ্ছে। 'জাতীয়তাবাদ' ও 'ধর্ম' সম্পর্কে আলোচনাপূর্বক এই দু'টির পারস্পারিক সম্পর্ক উন্মোচন করাই এই সম্মেলনের উদ্দেশ্যে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানস চৌধুরী, অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ রানা এবং রঞ্জন সাহা পার্থ।

দুই দিনে মোট আটটি প্যানেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে

প্যানেল-১ এ Religion in Transnational Context বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন।

এ পর্বে আলোচনা করবেন যারা:

"Whether Fundamentalism and Terrorism are the Monopoly of Any Religion or Not"- বিষয়ে গ্রীণ ইউনিভার্সিটির Sociology and Anthropology বিভাগের প্রভাষক মো. মুনিরুজ্জামান।

"The Representation of Islam in Europe: Transnational or post-national? " বিষয়ে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ রানা এবং এশিয়ান ইউনির্ভার্সিটির প্রভাষক আহসান হাবিব।

"সাম্রাজ্যবাদের ক্ষমতা, 'ইসলাম' এবং তৃতীয় বিশ্বের মুসলিম নারীর লড়াই" বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাবেয়া খাতুন।

"Backlash': Ethnic Minorities and Multiculturalism" বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জহির আহমেদ এবং অধ্যাপক রাশেদা আখতার।

প্যানেল-২ এ Ethnicity, Minority, and Identity Politics  বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ পর্বে আলোচনা করবেন যারা:

"Toward an Understanding of Peace: Case Chittagong Hill Tracts Bangladesh" বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রঞ্জন সাহা।

"Reloading of the 'adivasi' figure: State, transnational governmentality and identity" বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল এইচ সুমন।

"Being religious in the realm of nationalism: Essence of religious belief in an indigenous society" বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফারহানা ঝুমা।

প্যানেল-৩ এ Secular and Traditional বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এইচ কে এস আরেফিন।

এ পর্বে আলোচনা করবেন যারা:

"Dialogue with Secularism: Critical and Empirical Perspective" বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন।

"জনপরিসরে 'সেকুলারিজম' ও 'মৌলবাদ': প্রেক্ষিত কওমী মাদ্রাসা" বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. সাজ্জাদুল বারী।

"Making Sense of Studying Islam: Traditions to Realities" বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম।

প্যানেল-৪ এ Hijab in Contemporary World বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার।

এ পর্বে আলোচনা করবেন যারা:

"Wearing Hijab at Workplace" বিষয়ে- Misbah Mushtaq, Graduate Trainee, British rail franchise, Abellio Greater Anglia, UK.

"মুসলমান নারীর আব্রু হিসেবে হিজাবের মিথ" বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা বাশার।

"নিরাপত্তা নাকি ফ্যাশনের আড়ালে কল্পিত যৌনতাই বর্তমান পর্দা: একটি সামাজিক সমীক্ষা" বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী।

দ্বিতীয় দিনে-

প্যানেল-৫ এ Gender and the Nation State বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক ফ্যাকাল্টি রেহনুমা আহমেদ।

এ পর্বে আলোচনা করবেন যারা:

"Women's movement: when IVF is unregulated in Bangladesh" বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা।

"Female Contribution, Dimension & their Historical Background in Nationalist Movement: Three Cases from Bangladesh, India & Nepal" বিষয়ে গ্রীণ ইউনির্ভাসিটির সোসালজি এন্ড এনথ্রপোলজি বিভাগের সাবেক প্রভাষক আমজাদ হোসাইন।

"Imposition or Choice? : Women and Veil in Contemporary Bangladesh" বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের গবেষক ফাহমিনা আল ফারাবি।

প্যানেল-৬ এ Multiple Identities and the Nation-State বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জহির আহমেদ।

এ পর্বে আলোচনা করবেন যারা:

"In the name of Religion: State, Nation and the 'Others' বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস।

"Local Photographer and Nationalism: Context 1971 liberation war of Bangladesh" বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোসাল সায়েন্স এর গবেষক ইমরান ফেরদৌস।

"Formation of state, (Re) construction of others: An Exploration of Culture of domination & Culture of Marginality" বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমাইন মুহতাসিম মীর।

প্যানেল-৭ এ 'Shahbag': Nation and Nationalism বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।

এ পর্বে আলোচনা করবেন যারা:

"Shahbagh Protest, Cyber war and 'Renewed nationalism' বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।

"Social Media, Religion and Nationalism: Critical Discourse Analysis in context of Bangladesh. ("The Rise of New Nationalism") বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম জাভেদ কাইসার ইবনে রহমান।

"Shahabag, Politics of Remembering and Forgetting: Nation at an Uneasy Intersection with Class, Gender, Ethnicity and Religion" বিষয়ে ব্রাক ইউনিভার্সিটির অর্থনীতি ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সেউতি সাবুর।

প্যানেল-৮ এ Religion, Belief and Piety Movement বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক ফ্যাকাল্টি অধ্যাপক এস এম নুরুল আলম।

এ পর্বে আলোচনা করবেন যারা:

"ধর্ম কী নয়: ধর্মীয় ভাষার দার্শনিক বিশেষণ" বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদ সুমন।

"Social Implications of Spiritual Journey: The Case of the Tablighi Jamaat in Bangladesh" বিষয়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. বুলবুল আশরাফ সিদ্দীকী।

"নিত্য নৈমিত্তিক ভাষাগত চর্চায় ধর্ম: অর্থের খেলায় আধিপত্যশীলতার উৎস" বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান ও প্রভাষক মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানটি আগ্রহী সবার জন্য উন্মুক্ত থাকবে।