ছবি: ‘নগর নাব্য’র মোড়ক উন্মোচনে ব্লগারদের মিলনমেলা
আমরা নাগরিকরা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে লেখালেখি করি। মূল ধারার সাংবাদিকতার পাশাপাশি ব্লগার বন্ধুদের এই লেখালেখি নাগরিক সাংবাদিকতা হিসেবে স্বীকৃত। তথ্য-প্রযুক্তির উন্নতি ও সহজলভ্যতার কল্যাণে নাগরিক সাংবাদিকতার ধরণ ও ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে।
আমরা নাগরিক সাংবাদিকরা আমাদের অবচেতন মনের না বলা কথাগুলো নিয়েই এই ব্লগে লেখালেখি করি। এই ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এমন অনেক লেখা আছে যা শুধুমাত্র অর্ন্তজালের এই বৃহৎ পরিমন্ডলের বাইরের অনেক মানুষের কাছে পৌঁছার যোগ্যতা রাখে। আর সবার কাছে পৌঁছে দেয়ার জন্য বই আকারে আমরা নিয়মিত হাজির হতে চেষ্টা করি। এককভাবে বই আকারে প্রকাশ করা হয়ত একজন ব্লগারের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।আবার অনেকের পক্ষে সম্ভবও। তবে যুথবদ্ধভাবে কাজ করার আনন্দটা্ই ভিন্ন। একটা সংকলন প্রকাশ হলে অনলাইনের লেখাগুলো অফ-লাইনে পড়া যায়। যারা ব্লগিং জানে না, তাদেরকে আমাদের সংকলনটা উপহার হিসেবে দেয়া যায়।
গত ৭ অক্টোবর, ২০১৬ শুক্রবার ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্লগার কাজী শহীদ শওকত ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে ভার্চুয়াল জগতের মানুষদের বাস্তবে মিলনমেলা বসেছিলো জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে।
ওই আড্ডা আহবান পোস্টে ‘নগর নাব্য’ নিয়ে কথা তুলেছিলেন আমাদের প্রিয় ব্লগার ডাবল জেড (ZZ) অর্থাৎ জুলফিকার জুবায়ের ভাই। তার কথা ছিলো, “বসন্তে নিয়ম আছে নগর নাব্য প্রকাশ করার। গতবার প্রকাশিত হয়েছিল, তাই আশা করি এবারও প্রকাশিত হবে। পৃথিবী থেকে প্রেমভালোবাসা সম্ভবত উঠে(!) যাচ্ছে। তাই সন্দেহ হয় নগর নাব্যও উঠে যাবে কিনা। পৃথিবী থেকে প্রেমভালোবাসা উঠে গেলেও, অন্তত ‘নগর নাব্য’ যেন টিকে থাকে, মলাটের ভিতরে ভালোবাসাকে সুরক্ষিত রেখে!”
(দেশ-বিদেশের ছয়টি ভ্রমণ কাহিনী নিয়ে নগর নাব্য ২০১৬ অনলাইন অর্ডারে সংগ্রহ করতে পারেন বিপিএল থেকে।)
জুলফিকার জুবায়ের ভাইয়ের কথার রেশ ধরেই নাগরিক সাংবাদিক আড্ডায় নগর নাব্য -২০১৭ প্রকাশ নিয়ে আলাপ হয়। আগামি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭’কে সামনে রেখে নতুন উদ্যোগে ’নগর নাব্য ২০১৭’ প্রকাশ করার আকাঙ্খা ছিল সকলের। ইতিপূর্বে প্রকাশিত ’নগর নাব্য’ নিয়ে ব্লগারদের প্রতিক্রিয়া পড়ে দেখতে পারেন – নগর নাব্য নিয়ে একটি প্রতিবেদন, ভাল-মন্দে ‘নগর নাব্য’।
উল্লেখ্য, নগর নাব্য ২০১৬ শুধুমাত্র ব্লগে প্রকাশিত ভ্রমণ কাহিনী নিয়ে প্রকাশিত হয়েছিলো, যা পরবর্তীতে পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়। সেই ধারাবাহিতকায় এবারো নাগরিক সাংবাদিকতা ভিত্তিক বিষয়াদি নিয়ে ’নগর নাব্য’ প্রকাশের প্রত্যাশা সবার । যে বিষয়ে আলোকপাত করা হয়- এবারে ‘প্রশাসনিক’ বিষয়াদি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক ব্লগ প্রতিবেদনগুলো নিয়ে সংকলন হতে পারে।
সিটি কর্পোরেশন বা পৌর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও প্রস্তাবনা নিয়ে লেখা ব্লগ প্রতিবেদনগুলো নাগরিক সাংবাদিকতা ভিত্তিক বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। দেশের ৮টি বিভাগে সর্বমোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। আমাদের এই নাগরিক সাংবাদিকতা ভিত্তিক প্লাটফর্মেও রয়েছে প্রতি বিভাগ ও প্রতি সিটি কর্পোরেশন থেকে নাগরিক সাংবাদিক বন্ধুরা। আমরা প্রায়শই নিজ এলাকার নাগরিক সমস্যা নিয়ে সচিত্র ব্লগ প্রতিবেদন প্রকাশ করি। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরে, বিশেষত যে সব সংবাদ মেইনস্ট্রিম মিডিয়াতে আসে না। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে এই সকল নাগরিক সমস্যা, অভিযোগ ও সমাধানের নাগরিক প্রস্তাবনা নিয়েই মলাটবদ্ধ হোক এবারের নগর নাব্য। আমরা যদি পৌর এলাকার বিদ্যমান এসব সমস্যা নিয়ে প্রকাশিত ব্লগ প্রতিবেদনগুলোকে নগর নাব্যে মলাটবদ্ধ করি তবে নাগরিক সাংবাদিকতার আনুষ্ঠানিক স্বীকৃতিতে নাগরিক কণ্ঠ আরো সুস্পষ্ট হবে সর্বস্তরের জন্য।
বিভাগ | সিটি কর্পোরেশন |
---|---|
চট্টগ্রাম বিভাগ | চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কুমিল্লা সিটি কর্পোরেশন (COCC) |
ঢাকা বিভাগ | ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC) গাজীপুর সিটি কর্পোরেশন (GCC) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (NCC) |
ময়মনসিংহ বিভাগ | ময়মনসিংহ সিটি কর্পোরেশন (MCC) |
বরিশাল বিভাগ | বরিশাল সিটি কর্পোরেশন (BCC) |
খুলনা বিভাগ | খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) |
রাজশাহী বিভাগ | রাজশাহী সিটি কর্পোরেশন (RCC) |
রংপুর বিভাগ | রংপুর সিটি কর্পোরেশন (RACC) |
সিলেট বিভাগ | সিলেট সিটি কর্পোরেশন (SCC) |
তো… নগর নাব্য ২০১৭ সংকলন প্রকাশের এই কাজ একক প্রচেষ্টায় কখনোই আলোর মুখ দেখবে না তা একদম নিশ্চিত। তাই পূর্বেকার মত প্রচারণা, লেখা বাছাই, চূড়ান্ত নির্বাচনে এবং চূড়ান্ত সম্পাদনায় আমরাই তথা আমাদের মধ্য থেকেই নতুন-পুরনো সহ-লেখকরা থাকবেন। সকল নাম প্রস্তাব করার সুযোগ স্বভাবতই নেই। কারণ আমাদের একেকজন একেকবার একেক ভূমিকা নিয়ে জড়িত থাকবেন। একেক সময় একেক বন্ধু-অগ্রজ যুক্ত হবেন। এইসব ভেবে নগর নাব্য ২০১৭ এর জন্য আমার প্রস্তাবনা থাকছে –
সম্পাদক
নাজনীন খলিল
সহ-সম্পাদক
আনা নাসরীন
সাজ্জাদ রাহমান
কাজী শহীদ শওকত
জুলফিকার জুবায়ের
আমি বিশ্বাস করি এ কাজে তারা খুশি মনে হাত বাড়িয়ে দেবেন। সহব্লগার-লেখক বন্ধুদের তীব্র সমর্থন চাইছি আমার এই প্রস্তাবনায়।
ছবি: নাগরিক সাংবাদিকতায় ব্লগ ডট বিডিনিউজ২৪ডটকমের ১ম বর্ষপূর্তিতে ’নগর নাব্য’
আরো আছে….! এবারের নগর নাব্যের (২০১৭) প্রস্তাবনার পর থেকে এর জন্য লেখা সংগ্রহ, বাছাই থেকে সংকলন প্রকাশ হওয়ার পরবর্তী সময়েও নগর নাব্যের প্রচারণার জন্য একটি শক্তিশালী প্রচারণা টিম খুব জরুরি। প্রচারণা টিম গঠনে আমার প্রস্তাবনা –
প্রধান প্রচার ব্যবস্থাপক
ফারদিন ফেরদৌস
নগর নাব্য প্রচার কমিটি
আসাদ জামান
শরিফুল ইসলাম সীমান্ত
আসিফ মাহবুব
শফিক মিতুল
(নগর নাব্য ২০১৩ সংগ্রহ করতে পারেন রকমারি ডটকম থেকে।)
বস্তুত ধারাবাহিক সাফল্যের পর এবারের ‘নগর নাব্য’ (২০১৭) -কে বিশেষ মাত্রায় নাগরিক ও প্রশাসনের কাছে পরিচিত করানোর প্রত্যাশা রয়েছে। সেটা কীভাবে? টানটান আগ্রহ-উত্তেজনা-সাসপেন্স ধরে এই অংশটুকু কিছুটা নাটকীয়তার সাথে ’সিক্রেট’ রাখা হলো। যদিও সম্পাদক ও প্রচার কমিটি এ সম্পর্কে অবহিত থাকবেন।
গতবারের মত এবারও সময় স্বল্পটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে এবার অনেকটা ঘড়ি ও ক্যালেন্ডার ধরে এগুতেই হবে আমাদের, যেন বইমেলার শুরু থেকেই নগর নাব্য পাওয়া যায়।
ব্লগ প্রতিবেদন সংক্রান্ত ও লিংক জমা দেয়ার নিয়মাবলী নিয়ে প্রস্তাবনা:
১. সকল ব্লগার/লেখক/নাগরিক সাংবাদিক বন্ধুরা নিজের অথবা অন্যের লিখিত ব্লগ প্রতিবেদনের লিংক (শিরোনাম সহ) আমার এই পোস্টের মন্তব্য ঘরে জমা দিতে থাকবেন। যে কোন ব্লগারই তার পছন্দের পোস্টের লিংক প্রস্তাব করতে পারেন এই পোস্টের মন্তব্য ঘরে। এর উদ্দেশ্য একটু দ্রুত সহযোগিতা প্রত্যাশা ও নিশ্চিত করা।
২. কেবল মাত্র এই ব্লগে/প্লাটফর্মে প্রকাশিত লেখার লিংকই গ্রহণযোগ্য হবে। এই ব্লগে প্রকাশিত ব্লগ প্রতিবেদনগুলো ‘এক্সক্লুসিভ’ রাখার অনুরোধ করা হচ্ছে। এই ব্লগে প্রকাশের পূর্বে ও পরে অনলাইন বা অন্য কোন মাধ্যমে লেখাগুলো ’না’ প্রকাশের অনুরোধ করা হচ্ছে। অবশ্য এই ব্লগে প্রকাশিত লেখার লিংক অনলাইন বা যে কোন মাধ্যমে শেয়ার করা যেতে পারে।
৩. প্রশাসনিক, জনজীবন, আইনশৃঙ্খলা, খেলাধূলা, ক্যাম্পাস, ভ্রমণ, প্রকৃতি-পরিবেশ ইত্যাদি ক্যাটেগরি থেকে সহজেই খুঁজে নিতে পারেন নাগরিক সমস্যা মূলক বিভিন্ন ব্লগ প্রতিবেদন।
৪. আপনার ব্লগ প্রতিবেদনের সাথে অবশ্যই ‘নিজস্ব ধারণকৃত ছবি’ যুক্ত করুন।
৫. ব্লগ প্রতিবেদনে নাগরিক সমস্যার এলাকা কোন সিটি কর্পোরেশনের আওতায় এমন তথ্যও যুক্ত করুন।
৬. আপনার ব্লগ প্রতিবেদন অবশ্যই বিস্তারিত হতে হবে। ব্লগ প্রতিবেদন তথ্যপূর্ণ ও নাগরিক প্রতিক্রিয়াপূর্ণ ও সম্ভাব্য সমাধানের প্রস্তাবনাসহ হওয়া বাঞ্ছনীয়।
৭. ব্লগ প্রতিবেদনে বিভিন্ন তথ্য যুক্তকরণে অবশ্যই সচেতন থাকবেন, ভিন্ন কোন প্রতিবেদন থেকে হুবহু ’কপিপেস্ট’ করা অংশ যুক্ত না করার অনুরোধ থাকছে।
৮. ব্লগ প্রতিবেদনে বিশেষ কোন পরিসংখ্যান যুক্ত করলে অবশ্যই সূত্র উল্লেখ করুন।
৯. লেখার লিংক জমা দেয়া শেষ তারিখ ২৮ নভেম্বর ২০১৬ রাত ১১:৫৯ পর্যন্ত।
১০. এই পোস্টে জমা দেয়া ব্লগ প্রতিবেদনের লিংকই বাছায়ের জন্য সহ-সম্পাদক বরাবর পাঠানো হবে।
১১. লেখার সময় নির্দিষ্ট সমস্যা নিয়ে লিখবেন। কর্তৃপক্ষের প্রতি আক্রমণাত্মক না হয়ে লেখার ভাষা ভারসাম্যপূর্ণ ও সাবলীল হওয়া বাঞ্ছনীয়। যাদের ইতোমধ্যেই নগর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন পোস্ট আছে, তারা ওসব পোস্টের ঘটনার আপডেট থাকলে (অর্থাৎ সমস্যার সমাধান না হলে, কিংবা সমস্যা আরো বৃদ্ধি পেলে) তা সহকারে নতুন করে পোস্ট দিন। আর যারা এখনো লিখেননি, তারা ঝটপট খোঁজ খবর নিয়ে লিখতে বসে যান।
১২. অবশ্যই বানান সচেতন থাকবেন। অতি দীর্ঘ শিরোনাম পরিহার করবেন।
১৩. নিজ এলাকা ভিন্ন ভ্রমণ বা অন্য কোন সুবাদে দীর্ঘকাল যাতায়াতের কারণে যদি ভিন্ন কোন এলাকার সমস্যা সম্পর্কেও অবহিত থাকেন, তাও তুলে ধরুন ব্লগ প্রতিবেদনে।
লেখা জমার দেয়ার সর্বশেষ ক্ষণের পর জমাকৃত সকল লেখার শিরোনাম ও লিংক একত্র করে সকল সহ-সম্পাদক বরাবর পাঠানো হবে। সহ-সম্পাদকগণ যার যার নির্বাচিত তালিকা তৈরী সম্পন্ন করবেন ৭ই ডিসেম্বর ২০১৬ এর মধ্যে। সহসম্পাদগণের নির্বাচিত লেখার তালিকা একত্রিত করে তা সম্পাদক বরাবর পাঠানো হবে। সম্পাদক চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করবেন ১৪ ডিসেম্বর ২০১৬ এর মধ্যে। পাণ্ডুলিপি সম্পাদনা, ফন্ট কনভার্সন, বানান ইত্যাদিতে হয়ত আরো ৩-৪ দিন লেগে যাবে। এরপরেই পাণ্ডুলিপি প্রকাশের হাতে তুলে দেয়া যেতে পারে।
আমাদের প্রচার কমিটি ও প্রধান প্রচার ব্যবস্থাপক নগর নাব্য প্রকাশের আগে ও পরেও বিশেষ ভূমিকা রাখবেন। যেমন –
১. প্রচার কমিটির সদস্যরা বিভিন্ন পোস্টে মন্তব্য দিয়ে নগর নাব্য ২০১৭ -এর জন্য লেখার লিংক আমার এই প্রস্তাবনা পোস্টে জমা দিতে মন্তব্য করবেন। অর্থ্যাৎ্ এই প্লাটফর্মের সকল লেখককে সম্পৃক্ত করা, যেন কারো নাগরিক সমস্যার কথা বাদ না যায়।
২. সময়ের স্বল্পতার কারণে প্রচার কমিটির সদস্যরা নিজেও বিভিন্ন লেখার লিংক সংগ্রহ করে এই প্রস্তাবনা পোস্টে মন্তব্য ঘরে জমা দিতে পারেন।
৩. এবারের থিম যদি ব্লগার/লেখক/নাগরিক সাংবাদিক বন্ধুদের বুঝতে অসুবিধা হয়, তবে তাদের মূল থিম বিষদভাবে বোঝাতে ভূমিকা রাখবেন।
৪. জমাকৃত লেখার লিংক মূল থিম অনুসরণ করছে কিনা সে বিষয়ে নজর রাখবেন।
৫. জমাকৃত লেখা ভিন্ন এই ব্লগে প্রকাশের পূর্বে ও পরে ভিন্ন কোন সাইটে প্রকাশিত হয়ে থাকলে তা লেখক, সহ-সম্পাদক ও সম্পাদককে অবহিত করবেন।
৬. ছদ্মনামে লেখেন এমন কারো লেখা ‘না’ বাছাইয়ের জন্য নজর রাখবেন। তবে লেখক পূর্ণ নাম জানালে না বিবেচিত হবে।
৭. নগর নাব্য প্রকাশ পরবর্তীতে প্রধান প্রচার ব্যবস্থাপকের পরামর্শে প্রচার কমিটি অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে ও ব্লগার/লেখককের মাঝে এর প্রচারণায় কাজ করবেন।
৮. বই কিনে পড়তে উৎসাহ যোগাবেন।
গতবার আমাদের নগর নাব্য ২০১৬ কলেবরে সীমিত ছিল। এবার নগর নাব্য কলেবরে সীমিত থাকবে না, এমনটাই প্রত্যাশা। তবে এর জন্য অনেক অনেক ব্লগ প্রতিবেদন চাই। সকল সিটি কর্পোরেশন থেকে অন্তত্ দুটো করে ব্লগ প্রতিবেদন নগর নাব্যে চাই।
আমাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আবারো উদ্যোগকে দারুণ সফল করতে পারে, কারণ ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যেমন আমাদের সবার অংশগ্রহণে মুখরিত, ঠিক তেমনি এই একঝাঁক উদ্যোমী নাগরিক সাংবাদিক বন্ধুদের উদ্যোগেই প্রকাশিত হবে আমাদের লেখা। অতএব আমাদের সাগ্রহেই আমরা অংশগ্রহণ করবো।
আশা করি, সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ও সহায়তায় দ্রততম সময়ের মধ্যেই আমরা আমাদের কাঙ্খিত নগর নাব্য সংখ্যা প্রকাশ করতে পারব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এখানেই শেষ নয়…! বরং এখন হতেই নগর নাব্য ২০১৭ এর প্রস্তুতি শুরু!
নিতাই বাবু বলেছেনঃ
বিডিনিউজ ব্লগের সকল সম্মানিত নাগরিক সংবাদিক ব্লগার/লেখকবৃন্দকে জানাই আমার প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার ৷ প্রিয় সম্মানিত লেখকবৃন্দ, আমি গত ৩১শে অক্টোবর হতে চোখের সমস্যায় ভুগছি, যা এখনো অরোগ্যলাভ করতে পারিনি ৷ আমি চোখের এই সমস্যা নিয়েও চেষ্টা করেছি, বিডিনিউজ ব্লগে নাগরিক সমস্যা নিয়ে যারা লিখেছেন, তাদের অন্ততঃ একটা করে লেখার বা পোস্টের লিঙ্ক এই “নগর নাব্য”২০১৭’ প্রকাশনায় প্রস্তাব রাখতে ৷ কিন্তু প্রিয় সহ-ব্লগার/লেখকবৃন্দ আমি পারিনি সবার লিঙ্ক জমা দিতে ৷ ক’জনেরটা জমা দিতে পারলেও সবারটা জমা দেয়া আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি ৷ যাদের লেখা বা পোস্টের লিঙ্ক জমা দিতে পারিনি, আমি তাদের কাছে ব্যক্তিগত ভাবে ক্ষমাপ্রার্থী ৷ আশা করি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দয়া করে আশীর্বাদ করবেন, আমি যেন অতি তাড়াতাড়ি চোখের সমস্যা হতে অরোগ্যলাভ করতে পারি ৷ এই বিডিনিউজ ব্লগ সাইট হলো আমার অন্তরের মণিকোঠার হৃদপিণ্ড, এই ব্লগ ছাড়া আমি দিনরাতের কোন একটু সময়ও থাকতে পারি না ৷ এই বিডিনিউজ ব্লগে যারা বর্তমানে নাগরিক সংবাদিকতা করছেন, তাঁরা সবাইকে আমি আমার মাতৃগর্ভের ভাই-বোনের মত মনে করি ৷ পরিশেষে এই “নগর নাব্য”২০১৭’ প্রকাশনার সফলতা কামনা করি ৷ জয়তু বিডিনিউজ, জয়তু বিডিনিউজের সকল নাগরিক সংবাদিক ব্লগারবৃন্দ ৷ জয় হোক মানবতার ৷ ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ৷
নুর ইসলাম রফিক বলেছেনঃ
http://blog.bdnews24.com/nurislamrafiq/199873
নুর ইসলাম রফিক বলেছেনঃ
আমি লজ্জিত নিতাই দাদা আপনার মতো মানুষের অন্তরে ঠাই নিতে পারিনি বলে। এ আমার খুব বড় একটা ব্যর্থতা।
নিতাই বাবু বলেছেনঃ
সম্মানিত নুর ইসলাম রফিক দাদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ৷ আমি প্রথম প্রথম এই নগর নাব্য পোস্টের সর্বপ্রথম শুধু একটা শুভেচ্ছা মন্তব্য দিয়েই চোখের সমস্যায় জর্জরিত ৷ দীর্ঘদিন পরে দেখি এই পোস্টে মন্তব্য আর লিঙ্কের সংখ্যা শতকে ছেড়ে গেছে ৷ সেখানে আপনার মন্তব্যও ছিল বেশ, আপনার নাগরিক সমস্যা নিয়ে লেখার পোস্টের লিঙ্কও ছিল তুলনামূলক ভাবে বেশি ৷ তাই আমি মনে করেছি যে, আপনার নাগরিক সচেতনতামূলক লেখার অংশ আর বাকি নেই, মানে সবগুলি লেখার পোস্টের লিঙ্ক দিয়েছেন এই পোস্টের মন্তব্যের জায়গায় ৷ তাই দাদা আমি আপনার দিকে আর দৃষ্টিনিক্ষেপ করিনি ৷ আর একটা কথা বলি রফিক দাদা, আমি সর্বশেষ একটা শুভেচ্ছা মন্তব্যে লেখেছি যে, যাদের লেখার বা পোস্টের লিঙ্ক আমি জমা দিতে পরি নাই, তারা যেন আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ৷ তার মানে হলো, আমি ব্যক্তিগত ভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ৷ মোট কথা আপনার কাছেও দাদা, তারপরেও আপনার দুঃখ বা লজ্জিত হওয়ার কোন কারণ আমি দেখতে পারছি না ৷ সম্মানিত দাদা, নিজেকে হীনতা ভাবছেন কোন? আমরা এই বিডি ব্লগের সবাই সবার ভাইবেরাদার ও সহ-লেখক ৷ চোখের সমস্যায় এখনো ভুগছি দাদা, তবু সবার মনের আকাঙ্ক্ষা পূরণ হোক, সেই জন্যই আমি চেষ্টা করেছি সবার লিঙ্কই জুরে দিতে, কিন্তু পারিনি বলে দুঃখিত ৷ সম্মানিত দাদা, সময় পেলাম না, না হয় সবার লিঙ্কই জুরে দিতাম ৷ ধন্যবাদ দাদা আপনার মনের আকাঙ্ক্ষাও পূরণ হবে আশা করি ৷ ধন্যবাদ দাদা ভালো থাকবেন ৷
নিতাই বাবু বলেছেনঃ
“সিলেটের সারদাহল সংস্কার ও পুরাকীর্তি সংরক্ষণ আইনের দাবি” http://blog.bdnews24.com/sumondey/199448
আইরিন সুলতানা বলেছেনঃ
গ্রামে বিষাক্ত সাপ, চিকিৎসা শহরে কেন?
http://blog.bdnews24.com/joinal/193931
সুমন দে বলেছেনঃ
সিলেটের সারদাহল সংস্কার ও পুরাকীর্তি সংরক্ষণ আইনের দাবি
http://blog.bdnews24.com/sumondey/199448
আশরাফুল আলম বলেছেনঃ
সরকারের খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন । কারণ এই মুহূর্তে UBER কে চিনে এই রকম হাজারো বিদেশী চোখ আমাদের কার্যকলাপ দেখছে আর বোজার চেষ্টা করছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ । হয়তো এর মাধ্যমে পরবর্তী ব্যবসা বিষয়ক সীদ্ধান্ত পরিবর্তন হতে পারে । সরকারের উচিত এখনই একটা নীতিমালা প্রণয়ন করা । http://blog.bdnews24.com/asrafulalam/199805
নিতাই বাবু বলেছেনঃ
“নগর নাব্য”২০১৭’ প্রকাশনার প্রচারণা কমিটির সম্পাদকমণ্ডলীর কাছে আমার বিনীত নিবেদন, আমার বিডিনিউজ ব্লগের নাগরিক সংবাদিক ব্লগার/লেখক সম্মানিত নুরইসলাম রফিক সাহেবের নাগরিক সমস্যা নিয়ে লেখা ‘নগর নাব্য’ ২০১৭’তে, প্রকাশের জন্য অনুরোধ করছি ৷ যেহেতু সময় শেষপ্রান্তে, তাই অতি তাড়াতাড়ি করে জনাব নুরইসলাম রফিক সাহেবের সর্বশেষ লেখার পোস্টের লিঙ্কটা দিলাম, যেন প্রচারণা কমিটির সম্পাদকমণ্ডলীর সুনজরে পড়ে ৷ নিম্নে পোস্টের লিঙ্ক দেয়া হল ৷ “প্রায় একযুগ ধরে রাস্তার একাংশে প্রাইভেট কার আর মাইক্রোবাস স্ট্যান্ডের দখলে” http://blog.bdnews24.com/nurislamrafiq/199873
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আমাদের নিতাই দা তাঁর শারীরিক অসুস্থতা পেছনে ফেলে নগর নাব্যের জন্য প্রচারণার কাজটি করে গেলেন সযতনে। অভিবাদন নিতাই দা।
আজ মধ্য রাতেই শেষ হচ্ছে লেখা জমা দেয়ার টাইম লাইন। এখনও যারা নিজের প্রিয় লেখাটি নগর নাব্যে রাখবেন বলে স্থির করে আছেন; তাঁরা দ্রুত লেখা বা সাজেস্ট করবার কাজটি সেরে ফেলুন প্লিজ। আর আজ সারারাত্রি নতুন লেখার প্রস্তাবনা গ্রহণ করবার সুযোগ দেয়া হোক। আমাদের নগর নাব্য হোক নগর সমস্যা ও তা সমাধানের স্মারকগ্রন্থ। ধন্যবাদ।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
লেখা আসুক আরো বেশুমার। বহুমাত্রিকতায় ভরে উঠুক আমাদের প্রিয় নগর নাব্য।
আজ সারারাত্রিই লেখা জমা দেয়া যাবে।
ঝাপিয়ে পড়ুন। সবাই লিখুন, লেখা সাজেস্ট করুন এখুনি। শুভ কামনা ও শুভরাত্রি।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
http://blog.bdnews24.com/sajibbrur/199825
নুর ইসলাম রফিক বলেছেনঃ
লেখা জমা দেওয়ার সময় আর আমার এমবির মেয়াদ ঠিক একি সময় ফুরাচ্ছে।তাই তরিগরি করে লেখাটা না পড়ে লেখকের নাম না জেনেই উপরের লিংকটা জমা দিলাম। কারন এ পর্যন্ত রংপুরে কোন লেখা জমা আমার নজরে পরেনি। আর বেশি কিছু লিখতে পারছি না এখন আমার নকিয়া ৬১২০ মোবাইল দিয়ে।
নিতাই বাবু বলেছেনঃ
বিডিনিউজ ব্লগে আরো একটা লেখা প্রকাশ পেল, লেখাটা তথ্যবাহী নগরের সমস্যা নিয়ে লেখা ৷ লিখেছেন বিডিনিউজ ব্লগের নাগরিক সংবাদিক ব্লগার/লেখক জনাব “সজীব হোসাইন”৷ “শ্যামাসুন্দরী খাল বাঁচাতে সেচ্চার নগরবাসী” http://blog.bdnews24.com/sajibbrur/199825
আশা করি ”নগর নাব্য’ ২০১৭’ প্রকাশনা প্রচারণা কমিটির সম্পাদকমণ্ডলী লেখাটা প্রকাশের জন্য বিবেচনায় রাখবেন ৷
নিতাই বাবু বলেছেনঃ
আমাদের বিডিনিউজ ব্লগের জনপ্রিয় লেখক “উৎপল দাদার একটা লেখার পোস্টের লিঙ্ক জমা দিয়েই শেষ করছি “নগর নাব্য”২০১৭’ প্রকাশনা প্রস্তাবনা পোস্টের মন্তব্য দেয়া ৷ আশা করি ‘নগর নাব্য’ ২০১৭’ প্রকাশনায় বিডিনিউজ ব্লগের সবার লেখার সমন্বয়ে তৈরি হবে বাংলার নগরবাসীর সমস্যার কথা সংবলিত একটি সুন্দর বই ৷ নিম্নে উৎপল দাদার লেখার পোস্টের লিঙ্ক দেয়া হল ৷ “কুমিল্লার ‘মাতৃ ভান্ডার’ রসমালাই, একটি বিশ্বরেকর্ড এবং জিআই নিবন্ধন” http://blog.bdnews24.com/utpal/199528
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আমরা আশাবাদী…
একখানা জমজমাট নগর নাব্য পাঠকের হাতে পৌছতে যাচ্ছে। সকল লেখককে অশেষ ধন্যবাদ।
সমুদয় নিবন্ধ ও প্রবন্ধ সম্মানিত সম্পাদকবৃন্দের সমীপে নিবেদন করা গেল। ধন্যবাদ।
নিতাই বাবু বলেছেনঃ
সম্মানিত “নগর নাব্য”২০১৭’ প্রকাশার সম্পাদকমণ্ডলী, আমরা বিডিনিউজ ব্লগের সকল নাগরিক সংবাদিক ব্লগার/লেখক’রাও আশাবাদী, একটা জমজমাট “নগর নাব্য” পাঠকের হাতে পৌঁছবে ৷ ধন্যবাদ সম্মানিত সম্পাদকমণ্ডলী ৷
নুর ইসলাম রফিক বলেছেনঃ
আপনি যেমন ২৭ তারিখ রাত ১১.৫৯ মিনিটে ভেবে ছিলেন নগর নাব্য ২০১৭ তে লেখা জমা দেওয়ার শেষ দিন।ঠিক সেদিন আমিও মনে করেছিলাম লেখা জমা দেওয়ার শেষ দিন। তাই তরিগরি করে লেখাটা শেষ করে প্রকাশের জন্য জমা দেই। আমি সেদিন পূর্ণ আশাবাদী ছিলাম আমার লেখাটা প্রকাশ হওয়া মাত্র আমার প্রিয় নিতাই দাদা আমার লেখারটার লিংক নগর নাব্য ২০১৭ তে জমা দেবেন। তাই আমি এক বিন্দুও অপেক্ষা করিনি লেখাটা প্রকাশের জন্য।কারন আমার বিশ্বাস ছিল প্রিয় নিতাই আমার লেখাটা জমা দিয়ে দেবেন। তারপর আমি ব্যস্ত হয়ে পরি আমার স্বাভাবিক ব্যস্ততা নিয়ে। রাত ১২টা ১০ কিংবা ২০ মিনিটের দিকে নগর নাব্য ২০১৭ পোষ্টে গিয়ে দেখি আমার লেখাটা জমা পরেনি। তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আর আমি বুঝে নিলাম আমি প্রিয় নিতাই দাদার অন্তরে ঠাই নিতে পারিনি । এ আমার খুব বড় একটা ব্যর্থতা।
তাই এই মন্তব্যটা করেছি এই পোষ্ট এবং নগর নাব্য ২০১৭ পোষ্টে। যাতে নিজেকে দোষারোপ করে কিছুটা কষ্ট নিবারণ হয়।
কিন্তু যখন অন্য একটা লেখায় আপনার মন্তব্যের নিচে প্রিয় আইরিন আপুর একটা প্রতি উত্তর দেখলাম তখন আমার কষ্টটা স্বয়ংক্রিয় ভাবে নিবারণ হয়ে গেল। কারন আইরিন আপুর মন্তব্যটা আমার পুরপুরি মনে নেই তবে মন্তব্যটা ছিল অনেকটা এ রকম- নিতাই দাদা আজ রাত কিন্তু ২৮ তারিখ রাত নয়। তারপর আপনার মতো আমার ভুলটা ভেঙ্গে গেল। তারপর এই লেখার লিংকটা জমা দিয়ে দিলাম নগর নাব্য ২০১৭ তে।
প্রিয় দাদা আমার উপরুক্ত মন্তব্য যদি আপনাকে গোপনে আগাত দিয়ে থাকে তবে অবুঝ খোকা মনে করে ক্ষমা করে দেবেন।
সত্যি দাদা আমি এখন আগের চেয়েও বেশী লজ্জিত।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
http://blog.bdnews24.com/joinal/200282
বরিশাল যেন আজো সেই চন্দ্রদ্বীপ
লেখাটি সর্বশেষ সংযোজন হিসেবে সম্মানিত সম্পাদকমন্ডলি বিবেচনা করতে পারেন।
আর এর মধ্য দিয়েই আমাদের এবারের নগর নাব্যের লেখা ও সুপারিশকরণ সম্পন্ন হলো।
সকল লেখক ও নগর নাব্যের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে আমাদের গ্রন্থনার কাজটির শুভারম্ভ করা গেল।
চৌকষ সম্পাদকদের নিরেট ছাকুনিতে একটি ঝকঝকে চকচকে ও প্রাগ্রসর নগর নাব্য সকল পাঠকের হাতে পৌছুক।
ধন্যবাদ বিডিনিউজ২৪.কম। ধন্যবাদ প্রিয় ব্লগ টিম।
প্রচার টিমের পক্ষ থেকে সবার জন্য থাকল মঙ্গলবার্তা!
শফিক মিতুল বলেছেনঃ
ধন্যবাদ ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সকল ব্লগারবৃন্দকে নগর নাব্য ২০১৭ প্রকাশের লক্ষ্যে এই পোস্টের কমেন্টে নাগরিক সমস্যা নিয়ে বিভিন্ন লেখার সুপারিশ করা, মতামত দেয়া, সর্বোপরি ব্লগ পরিবারকে আড্ডায় জমিয়ে রাখার জন্য।
সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণই এই উদ্যোগ বাস্তবায়নের মূল চালিকাশক্তি। নিতাই দা কে বিশেষভাবে ধন্যবাদ জানাই বিভিন্ন লেখকের লেখার লিংক কমেন্ট করে আমাদেরকে নিয়মিত আপডেট রাখার জন্য। আদ্য পর্যন্ত প্রচার টিমের সকল ব্যর্থতা আমরা মাথা পেতে নিলাম এবং যতটুকু কাজ করেছি তার কৃতিত্ব সব ব্লগারদেরই দিতে চাই। আশাকরি অগ্রজ ফারদিন ভাইও দ্বিমত করবেন না।
আর একটা বিষয়, ফারদিন ভাই ইতোমধ্যে http://blog.bdnews24.com/joinal/200282 (বরিশাল যেন আজো সেই চন্দ্রদ্বীপ) নামের জয়নাল আবেদিন ভাইয়ের লেখাটি সাজেস্ট করেছেন। লেখাটি র্নিধারিত সময়ের কিছু পরে জমা দেয়া হয়েছিল। আর এই সময়কালে লেখক একটি অপ্রীতিকর অপ্রত্যাশিত ব্যক্তিগত ঝামেলায় থাকায় নির্ধরিত সময়ে জমা দিতে পারেন নি। তাই এই কারণ বিবেচনায় তার এ লেখাটি সম্পাদকমণ্ডলি বিবেচনায় রাখবেন বলে আশা করছি।
আজ রাতের মধ্যেই জমাকৃত সকল পোস্টের লিংক সম্পাদক মণ্ডলীর কাছে পৌঁছে যাবে বলে আশা করছি। এর পরে তাদের ক্ষুরধার চিন্তাভাবনা দিয়ে বিচার বিশ্লেষণ শেষে আমরা কাঙ্খিত লেখাগুলো পাবো। আশা করছি দারুণ একটা নগর নাব্য পাব আমরা।
প্রচার টিমের পক্ষ থেকে সবার জন্য ইতিমধ্যেই মঙ্গলবার্তা!
জানিয়ে দিয়েছেন ফারদিন ভাই।
মঙ্গলবার্তা শেষে সবাইকে আবারও ধন্যবাদ। শুভকামনা সবার জন্য।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
যেহুতু এই বইটা আমাদেরই, তাই আমার মত হলো- যদি সামান্য নিয়মের এদিক-ওদিক হয়ও তাহলেও যেন ভাল লেখাগুলোকে বই-এ স্থান দেওয়া হয়! ধন্যবাদ মিতুল ভাই!
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আমাদের ২০১৭ সালের নগর নাব্যের জন্য সর্বসাকুল্যে ১১১টি লেখা জমে পড়ল। যার তালিকা নিম্নে প্রদান করা হলো।
সম্মানিত সম্পাদক মহোদয়দের নির্বাচিত তালিকা প্রস্তুতের তারিখ –
বুধবার ৭ ডিসেম্বর ২০১৬ রাত ৮:০০টা।
সবার সম্মিলিত উদ্যোগ আর সম্পাদকদের নিরীক্ষায় সুপাঠ্য ‘নগর নাব্য’ই আমাদের প্রত্যাশা।
ধন্যবাদ সবাইকে।
1
চাঁদপুরের ফরিদগঞ্জে ভাটিয়ালপুর-চান্দ্রা চৌরাস্তার ভাঙ্গা সড়কে যাত্রীরা ভোগান্তিতে
http://blog.bdnews24.com/rifatkantisen/195375
2
পৃষ্ঠপোষকতা চায় ক্ষুদে ফুটবলার সাদিয়া-বিথী
http://blog.bdnews24.com/rifatkantisen/196191
3
চাঁদপুরের ডাস্টবিনগুলোই পরিবেশ দূষণের মূল শত্রু!
http://blog.bdnews24.com/rifatkantisen/194161
4
সুদীর্ঘ ৪০ বছর ধরে মিষ্টির দোকানে কাজ করেন ফরিদগঞ্জের বৃদ্ধ দুলাল
http://blog.bdnews24.com/rifatkantisen/192462
5
ঐ শিশুগুলোই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে
http://blog.bdnews24.com/rifatkantisen/191584
6
সময় পেলেই ঘুরে আসুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার ময়নামতি-শালবন বৌদ্ধ বিহার
http://blog.bdnews24.com/rifatkantisen/191059
7
কত সফলতা অর্জন করলে সম্মান পাবে দেশের নারী ক্রীড়াবিদরা
http://blog.bdnews24.com/rifatkantisen/191411
8
চাঁদপুরের বৃদ্ধ রিক্সাচালক আবুল কালাম মালের জীবনের গল্প!
http://blog.bdnews24.com/rifatkantisen/189044
9
গ্রামীণ জনপদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই চিত্রাঙ্কনের সুব্যবস্থা নেই
http://blog.bdnews24.com/rifatkantisen/188551
10
এগিয়ে যাচ্ছে গ্রামীণ প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা-১
http://blog.bdnews24.com/rifatkantisen/188366
11
ময়লার স্তুপ আর যানজট থেকে, নারায়ণগঞ্জবাসি মুক্তি চায়
http://blog.bdnews24.com/nitaibabu/190938
12
মহাসড়ক ও দোকানপাটে হাতি দিয়ে চাঁদাবাজি দেখার যেন কেউ নেই
http://blog.bdnews24.com/mahbubulalam/192716
13
ময়মনসিংহে শহর ভাঙ্গা-গড়া স্থাপনা
http://blog.bdnews24.com/manoneshdas/192082
14
শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা মরণব্যাধি বাসস্ট্যান্ড
http://blog.bdnews24.com/nitaibabu/196702
15
ক্বিন ব্রিজের নিচে দেহ ব্যবসা ও গাজা সেবন, প্রশাসন কি নজর দেবে?
http://blog.bdnews24.com/nurislamrafiq/196271
16
মানব পাচার: প্রেক্ষাপট কুর্দিস্তান
http://blog.bdnews24.com/syed_ashraf_mohiuddin/178642
17
শত বর্ষে বয়স্ক ভাতা পেলেন সহিদেন্নেছা!
http://blog.bdnews24.com/rifatkantisen/196744
18
জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পার হয় চরাঞ্চলের ট্রলার যাত্রীরা!
http://blog.bdnews24.com/rifatkantisen/187783
19
চাঁদপুরের ফরিদগঞ্জে ভাটিয়ালপুর-চান্দ্রা চৌরাস্তার ভাঙ্গা সড়কে যাত্রীরা ভোগান্তিতে
http://blog.bdnews24.com/rifatkantisen/195375
20
জীবনের ঝুঁকি নিয়েই রেল ক্রসিং পার হন বেশিরভাগ বাইক চালক-পথচারি
http://blog.bdnews24.com/rifatkantisen/187734
21
ভয়াল দশা ফরিদগঞ্জের বেশির ভাগ শাখা পোস্ট অফিসগুলোর!
http://blog.bdnews24.com/rifatkantisen/184872
22
বিলুপ্ত হতে চলেছে চাঁদপুরের, ফরিদগঞ্জের মৃৎশিল্পের কারিগরেরা!
http://blog.bdnews24.com/rifatkantisen/183521
23
অযত্ন আর অবহেলায় বিলীন হতে চলেছে কড়ৈতলীর ঐতিহ্যবাহী জমিদার বাড়ি
http://blog.bdnews24.com/rifatkantisen/182748
24
টঙ্গীবাজার ওভার ব্রিজের নিচে ময়লার ভাগার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত ময়লার স্তুপে ডুবন্ত
http://blog.bdnews24.com/ats00/196982
25
চাঁদপুরের দৃষ্টি প্রতিবন্ধী বাঁশিওয়ালার জীবন সংগ্রাম
http://blog.bdnews24.com/rifatkantisen/195674
26
ঢাকা এয়ারপোর্টে পাবলিক টয়লেটের ভয়াবহ দুরাবস্থা
http://blog.bdnews24.com/nurunnaharlilian/193444
27
মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস ব্যবহারে সচেতন হোন
http://blog.bdnews24.com/nurunnaharlilian/193628
28
রাজধানির ওভারব্রিজ গুলোর নিরাপত্তা দিবে কে?
http://blog.bdnews24.com/nurunnaharlilian/193289
29
‘মেইড ইন জিঞ্জিরা’ খ্যাত কেরানীগঞ্জ হতে পারে পৃথিবী সেরা শিল্পনগর
http://blog.bdnews24.com/nurunnaharlilian/192061
30
মুন্সিগঞ্জ-ঢাকা রুটে যোগাযোগ দুর্ভোগ
http://blog.bdnews24.com/nurunnaharlilian/192080
31
হাজীগঞ্জের পশ্চিম হাটিলা গ্রামের ভাঙা রাস্তাঘাট এবং জনগণের দুর্ভোগ
http://blog.bdnews24.com/nurunnaharlilian/192031
32
ভিক্ষুক এবং ভিক্ষা বৃত্তি থেকে মুক্ত হোক বাংলাদেশ
http://blog.bdnews24.com/nurunnaharlilian/191734
33
ঢাকা ওয়াসার পানি নাকি বিষ?
http://blog.bdnews24.com/nurunnaharlilian/190822
34
সিএনজি চালকদের অভিনব প্রতারণা এবং অসহায় যাত্রীরা ভয়ংকর ভোগান্তিতে!
http://blog.bdnews24.com/nurunnaharlilian/184100
35
বাংলাদেশ রেলওয়ের টিকেট বিক্রয়ে দালালদের রমরমা ব্যবসা
http://blog.bdnews24.com/nurunnaharlilian/183788
36
মহানগরে পাবলিক টয়লেটের অভাব প্রকট
http://blog.bdnews24.com/kazirashed/197349
37
বাস সার্ভিসের চরম অব্যবস্থাপনা
http://blog.bdnews24.com/nurunnaharlilian/197787
38
আবারো সিলেটের প্রধান সড়ক ও ফুটপাত হকারদের দখলে
http://blog.bdnews24.com/nurislamrafiq/185898
39
কেন সরকারের টাকা এভাবে অহেতুক যেনতেন ভাবে অপব্যয় করা হচ্ছে?
http://blog.bdnews24.com/nurislamrafiq/184954
40
সুরমা নদীর পানি বিপদসীমার উপরে, তলিয়ে যেতে পারে সিলেট জেলা ও শহর
http://blog.bdnews24.com/nurislamrafiq/183848
41
‘রূপনগরের’ রূপের বাহার দেখি না!
http://blog.bdnews24.com/rodela01/199076
42
নগরের সৌন্দর্য গ্রাস করছে আত্মপ্রচারের কালিমা
http://blog.bdnews24.com/fardeenferdous/199450
43
নগরে এ কেমন চাঁদাবাজি!
http://blog.bdnews24.com/fardeenferdous/198113
44
জংলা রাজবাড়ি, শুষ্ক নদী আর নড়বড়ে সেতুর রাণীশংকৈল
http://blog.bdnews24.com/laboni/199103
45
শীতলক্ষ্যা নদীতে বিষাক্ত কেমিক্যালের পানি এবং আমাদের মৃত্যু!
http://blog.bdnews24.com/nitaibabu/198731
46
নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে সুন্দর ও সুনিবিড় নগর উন্নয়নে
http://blog.bdnews24.com/mojibar/198755
47
আমাদের বিবেক বুদ্ধিকে গালি দেবে কে?
http://blog.bdnews24.com/mojibar/196888
48
দয়া করুন জনতার প্রতি, রাস্তায় সংবর্ধনা দেবেন না
http://blog.bdnews24.com/mojibar/192712
49
আমাদের দেশে এরাই হীরক রাজা!
http://blog.bdnews24.com/mojibar/181218
50
ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর সড়ক সংস্কার অব্যবস্থাপনায় বাড়ছে জনদুর্ভোগ
http://blog.bdnews24.com/mojibar/158811
51
‘উবার’ ট্যাক্সি এবং বরাবর বিআরটিএ
http://blog.bdnews24.com/asrafulalam/199556
52
বাস চালক, লেগুনা চালক আর রিক্সা চালকদের অভয়ারণ্য রাজধানী ঢাকা
http://blog.bdnews24.com/bangal/182041
53
রাজউকের অভিযান যেন রাতের আঁধারে পকেট ভরার অভিযান না হয়
http://blog.bdnews24.com/bangal/179557
54
রাজধানিতে প্রাইভেট মূত্রালয় চাই- ইকোনমি, ডিলাক্স, সুপার ডিলাক্স
http://blog.bdnews24.com/bangal/169635
55
শাহজালাল বিমানবন্দর, নিরাপত্তা ও টেন্ডার
http://blog.bdnews24.com/sukantaks/182359
56
বিমানবন্দরের বিড়াল ও আমাদের গপ্পো
http://blog.bdnews24.com/sukantaks/179338
57
শাহজালাল বিমানবন্দরে মশার কামড় খেয়েও খুশি ক্রিকেটপ্রেমীরা
http://blog.bdnews24.com/sukantaks/181277
58
ঢাকা শহরে এক খণ্ড জমি কেনার গল্প
http://blog.bdnews24.com/eldorado/178397
59
ডিউটি ফ্রি শপঃ দুবাই বনাম ঢাকা
http://blog.bdnews24.com/eldorado/175047
60
আফ্রিকার হাইওয়েতে নসিমন-করিমন-ভটভটি চললে বাংলাদেশে চলতে বাধা কোথায়?
http://blog.bdnews24.com/eldorado/172676
61
পুলিশের তিন স্তরের নিরাপত্তাঃ শুভংকরের ফাঁকি অথবা ফাঁকা বুলি নয়তো?
http://blog.bdnews24.com/eldorado/167164
62
ঢাকার উর্ধ্বাকাশে তীব্র দুর্গন্ধ
http://blog.bdnews24.com/eldorado/157537
63
একটি ভয়ংকরতম বাস যাত্রার কাহিনী
http://blog.bdnews24.com/eldorado/156917
64
মেয়রের সত্যকথন বনাম আমলার লজ্জা
http://blog.bdnews24.com/joinal/188883
65
এক টুকরো রাতের শহর
http://blog.bdnews24.com/joinal/181686
66
নাগরিক সাংবাদিকতার প্লাটফরম বিডি ব্লগ
http://blog.bdnews24.com/joinal/180601
67
১৫ বছরেও একই অবস্থা যোগাযোগ মন্ত্রীর যোগাযোগ ব্যবস্থা
http://blog.bdnews24.com/tanjirhossain/173246
68
গ্রামেও বিরল- শহরের রাস্তা
http://blog.bdnews24.com/tanjirhossain/171189
69
দিন বদলাচ্ছে, দিন বদলাবেই
http://blog.bdnews24.com/syed_ashraf_mohiuddin/184773
70
সড়ক যেন এক মৃত্যু উপত্যকা
http://blog.bdnews24.com/narayancsarkar/172245
71
জ্যাম নগরী
http://blog.bdnews24.com/narayancsarkar/185437
72
বেরসিক মেট্রো
http://blog.bdnews24.com/narayancsarkar/172376
73
সভ্যতা বিনির্মাণঃ ঢাকার প্রথম ইউ-লুপ যাত্রা শুরুর অপেক্ষায়
http://blog.bdnews24.com/narayancsarkar/185171
74
ঢাকার প্রথম ইউ-লুপ
http://blog.bdnews24.com/narayancsarkar/186448
75
উন্মুক্ত হলো দেশের প্রথম ইউ-লুপ
http://blog.bdnews24.com/narayancsarkar/186491
76
হাতিরঝিলে কৃষ্ণচূড়ার বর্ণিল শোভা
http://blog.bdnews24.com/narayancsarkar/184104
77
কোরবানি কড়চা
http://blog.bdnews24.com/laboni/191972
78
ইজতেমা ও তুরাগ নদ
http://blog.bdnews24.com/laboni/179613
79
নদীতে বিনিয়োগ হবে লাভজনক নদী অর্থনীতি
http://blog.bdnews24.com/laboni/178852
80
নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বাসে ‘অনিরাপদ’ আসন
http://blog.bdnews24.com/laboni/177839
81
উত্তরায় প্রধান সড়ক এখন প্রাইভেট কার পার্কিং স্থল!
http://blog.bdnews24.com/laboni/173607
82
বিলবোর্ড বাঁচানোর আকুল আবেদনে বিলবোর্ড
http://blog.bdnews24.com/laboni/173415
83
কর্তৃপক্ষের নিষেধ, তবু এখানেই ফেলা হচ্ছে ময়লা
http://blog.bdnews24.com/laboni/173303
84
বেহাল বর্জ্যব্যবস্থাপনায় দুর্গন্ধময় নগরগলি
http://blog.bdnews24.com/laboni/171541
85
গণশৌচাগার বাজেট ও মেয়র
http://blog.bdnews24.com/laboni/169460
86
আরবি নয়, ’গণশৌচাগার ম্যাটারস’
http://blog.bdnews24.com/laboni/168150
87
বুড়িগঙ্গা বাঁচালেই যোগ্য মেয়র
http://blog.bdnews24.com/laboni/167572
88
টং দোকান উচ্ছেদ, তবুও পসরা ফুটপাতে
http://blog.bdnews24.com/laboni/165953
89
সিএনজি সমাচার উইদ ভ্যাট ভ্যাটানি
http://blog.bdnews24.com/rodela01/176793
90
বিবেকের দরজায় তালা
http://blog.bdnews24.com/rodela01/194312
91
জাতীয় ঈদগাহ: গরীব রাষ্ট্রের ’ঘোড়ারোগ’
http://blog.bdnews24.com/ana/191818
92
ডাস্টবিনে ডুবে আছে চিটাগাংয়ের বালুচরা
http://blog.bdnews24.com/nurunnaharlilian/199827
93
নিরন্তর অঙ্গার হওয়াই বুঝি শ্রমিকের আজন্মের ভাগ্য
http://blog.bdnews24.com/fardeenferdous/191717
94
গরুর হাটের কথকতা…
http://blog.bdnews24.com/fardeenferdous/191467
95
ঈদ আনন্দে ভোগান্তির পীড়া আর কতকাল?
http://blog.bdnews24.com/fardeenferdous/191306
96
কোরবানির ঈদে ’খাছ দিলে’ যা চাই, যা চাই না
http://blog.bdnews24.com/kazisshawkat/191761
97
নেতিবাচক খবর পরিহার করুনঃ দেশের উন্নয়নে সহযোগিতা করুন
http://blog.bdnews24.com/kazisshawkat/183012
98
মহাসড়কের মহাসমস্যার মহাসমাধান হতে পারে জনসচেতনতা এবং কর্তৃপক্ষের কর্মতৎপরতায়
http://blog.bdnews24.com/mitul/199834
99
ট্রাফিক পুলিশ বনাম যোগাযোগব্যবস্থা
http://blog.bdnews24.com/gowtombudhapaul/172970
100
কার্বন-ডাই-অক্সাইড দূর করে সবুজ বাংলাদেশ গড়ি
http://blog.bdnews24.com/gowtombudhapaul/190528
101
শিক্ষার ওপর ভ্যাট: আরোপিত অভিশাপ
http://blog.bdnews24.com/gowtombudhapaul/174121
102
সিলেটের যত্রতত্র অবৈধ জুয়াখেলা, হারাচ্ছে শ্রমিকের কষ্টার্জিত টাকা
http://blog.bdnews24.com/sumondey/184150
103
৪ লক্ষাধিক মানুষের জীবিকা অনিশ্চিত, নেই সরকারি পৃষ্ঠপোষকতা
http://blog.bdnews24.com/sumondey/184199
104
প্রায় এক যুগ ধরে রাস্তার একাংশ প্রাইভেট কার আর মাইক্রোবাস স্ট্যান্ডের দখলে
http://blog.bdnews24.com/nurislamrafiq/199873
105
সিলেটের সারদাহল সংস্কার ও পুরাকীর্তি সংরক্ষণ আইনের দাবি
http://blog.bdnews24.com/sumondey/199448
106
গ্রামে বিষাক্ত সাপ, চিকিৎসা শহরে কেন?
http://blog.bdnews24.com/joinal/193931
107
সিলেটের সারদাহল সংস্কার ও পুরাকীর্তি সংরক্ষণ আইনের দাবি
http://blog.bdnews24.com/sumondey/199448
108
বিআরটিএ বিজ্ঞপ্তি এবং ঢাকায় ‘উবার’ চলা না চলা
http://blog.bdnews24.com/asrafulalam/199805
109
শ্যামাসুন্দরী খাল বাঁচাতে সোচ্চার নগরবাসী
http://blog.bdnews24.com/sajibbrur/199825
110
বরিশাল যেন আজো সেই চন্দ্রদ্বীপ
http://blog.bdnews24.com/joinal/200282
111
কুমিল্লার ‘মাতৃ ভাণ্ডার’ রসমালাই, একটি বিশ্বরেকর্ড এবং জিআই নিবন্ধন
http://blog.bdnews24.com/utpal3000/199528
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
ভেরী গুড ওয়ার্ক ফারদিন ভাই!
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
ধন্যবাদ দাদা। এটা টিম ওয়ার্ক। আমার একার কোনো কৃতিত্ব নাই কিন্তু।
শফিক মিতুল বলেছেনঃ
ফারদিন ভাইকে ধন্যবাদ কমেন্টে জমাকৃত সব লিংকগুলো (১১১টি) এখানে দেওয়ার জন্য। সহ-সম্পাদক বৃন্দের কাছেও ইতিমধ্যে এই তালিকা পৌঁছে গেছে খবর পেলাম। 🙂 🙂 যাইহোক। সহ ব্লগারদের সার্বিক সহযোগিতায়ই প্রচার টিমের ভুলে ভরা কাজের সমস্ত ভুল সংশোধন করে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে আবারো ধন্যবাদ জানাই। বিশেষ সতর্কতার সাথে সবগুলো কমেন্ট পড়ে মোট ১১১টি লেখা পাওয়া গেছে। তারপরও মানবিক দুর্বলতার দরুণ কারো জমাকৃত কোন লিংক এই তালিকা বাদ পড়লে অনুরোধ থাকবে অতিসত্তর তা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। সবার এই প্রাণবন্ত সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করছি। শুভকামনা সবার জন্য। 🙂 🙂
নুর ইসলাম রফিক বলেছেনঃ
নিশ্চয়ই “নগর নাব্য ২০১৭”তে লেখকদের লেখা সম্পাদক মণ্ডলী লেখকদের বিনা অনুমতিতে প্রকাশ করবেন না।
“নগর নাব্য ২০১৭” জন্য লেখা নির্বাচিত করে নিশ্চয়ই সম্পাদক মণ্ডলীর লেখকের সাথে যোগাযোগ করবেন।
এবং লেখকদের অনুমতি নিয়ে লেখকদের লেখা ছাপা অক্ষরে “নগর নাব্য ২০১৭” ছাপাবেন।
নাজনীন খলিল বলেছেনঃ
নগর নাব্যের সকল ব্লগার ও কলাকুশলীদের অনেক শুভেচ্ছা জানাই। সহ-সম্পাদক
আনা নাসরীন
সাজ্জাদ রাহমান
কাজী শহীদ শওকত
জুলফিকার জুবায়ের
প্রধান প্রচার ব্যবস্থাপক
ফারদিন ফেরদৌস
নগর নাব্য প্রচার কমিটি
আসাদ জামান
শরিফুল ইসলাম সীমান্ত
আসিফ মাহবুব
শফিক মিতুল
সীমাহীন ধন্যবাদ আপনাদের প্রাপ্য।অসাধারণ দ্রুততা এবং দক্ষতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন
এবং করছেন।
আপনাদের মতো কর্মকুশলীদের সম্মিলিত প্রয়াসে নগর নাব্য অবশ্যই একটি সফল সংকলন হিসেবে আলোর মুখ দেখবে এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ রইলো!
কিন্তু কমিটিতে থাকার কারণে যে আমাদের পরান প্রিয় জুবায়ের ভাই, অন্যের পোষ্টে (কারণ সে নিজে পোষ্ট করেন না তাই) কমেন্ট করা থেকে সেই সুদীর্ঘকাল ধরে বিরত আছেন- এটা কী ঠিক হয়েছে?
আমি তার এই কাজকে- তেব্র থেকে তেব্রতর, তার থেকেও উচ্চতর প্রতিবাদ জানাচ্ছি!
বন্ধুরা, লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে- এই কমেন্টের সাথেই থাকুন! আর অন্যকে জানতে সুযোগ করে দিন! 😛
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
সুকান্ত দা, এ জীবনে যত কমেন্টস করেছি তার অনেকগুলোই সরাসরি আপনার অনুপ্রেরণায় এবং অংশগ্রহণে। এবারও তার ব্যতিক্রম করা সম্ভব হলো না। আজ আমাকে সচেষ্ট হতেই হচ্ছে। ছিলাম শুধু সহ-ব্লগার, পূর্ব-জীবনের(!) কোন এক ভালো কাজের বিনিময়ে হয়ে গেলাম সহ-সম্পাদক, তাই হাত খুলে লিখতে গিয়ে গতিশূন্যতায় আক্রান্ত হই। আমার অপরাধ নেবেন না!
কমেন্টস সম্পর্কিত বিশেষণ আমার জন্য যেমন প্রযোজ্য, আপনার জন্যও ঠিক তেমনি প্রযোজ্য, যদিও রকম ভিন্ন। ইন্টারেক্টিভ মিথস্ক্রিয়াই তো ব্লগিঙের অন্যতম বিশেষত্ব। সুতারং কমেন্টসের জয় চিন্তা করা ছাড়া উপায় কি! এই দেখুন আপনার অংশগ্রহণকে জাঁকজমক পূর্ণ করার জন্য একটি কমেন্টস করেছি। (যে প্রতিবাদ করলেন, এ ছাড়া আমার আর কোন উপায় ছিল না — প্রতিবাদে কাজ হয়েছে! গতিশূন্যতা কেটেছে!)
মজিবর রহমান বলেছেনঃ
সুকান্তদা, দায়িত্ব পেয়ে আমাদের জুবায়ের ভাই, আমাদের নিকট থেকে দায়িত্বের প্রতি দায়িত্ববান হয়ে দূরে গেছেন এটা অনুমেয়।
তারপরও তাঁকে কমেন্ট নয় তাঁর পোষ্ট চাই।
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
প্রিয় নাজনীন খলিল আপু
আমাদের জন্য আপনার অনুপ্রেরণা সব সময় চাই!
আপনার হাতে উপযুক্ত কিছু লেখা তুলে দেবার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
আপনার জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল!
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আপার জন্য শুভ কামনা। এবং সর্বাঙ্গিন সফলতা কামনা করছি।
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
বসন্তে একটি বই বের হবে। (সম্ভবত) সাদাকালো। তাতে কিছু আসে-যায় না। বইটি আমাদের কাছে সব সময়ই রঙিন!
বইটিতে স্থান করে নেবার জন্য ১১১টি লেখার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে — বিশাল আয়োজন। অনেক কিছু জানার আছে, বলার আছে! তবে আপাতত লেখার সংখ্যা শুধু ১১১-কে নিয়ে কিছু বলব। ( আরও কিছু জানতে হলে, অপেক্ষা করতে হবে কোন এক বিকেল পর্যন্ত।)
•
৩টি ১ পাশাপাশি অবস্থান করে ১১১ হয়।
১ প্রাথমিক এবং সবকিছুর শুরুতে…
পৃথিবীর সব কিছু ১ সূত্রে গাঁথা। এখানে ১ জীবনে গন্তব্য সব সময় ১।
৩ মৌলিক ~ এবং অনেক কিছুর সৃষ্টিতে …
লাল, নীল এবং সবুজ – এই ৩টি রঙের ভিন্ন ভিন্ন মিশ্রণে সৃষ্টি হয় পৃথিবীর বাকী সব রঙ। আবার জগৎ সৃষ্টিকারী মৌলিক কণিকা সংখ্যাও অন্তত ৩।
১১ও মৌলিক ~ এবং সৃষ্টিশীল দল গঠনের …
প্রাচুর্যে ভরপুর এই রঙিন ক্ষেত্রটির জন্মক্ষণ হিসেব করলেও দেখা যায়, ১১-এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উর্ধ্বক্রম শুরু হয় ১ দিয়ে, এই ক্ষেত্রটির শুরু হয়েছিল ১১ দিয়ে।
১১১ নান্দনিক এবং একটি অনন্য আবিষ্কার।
•
এখানে যারা বিচরণ করেন, তারাই এই ১১১-এর সম্মিলিত আবিষ্কারক।
নাগরিক সচেতন হতে গিয়ে হঠাৎ এই ‘আবিষ্কার’টি সংগঠিত হয়েছে, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, অনুরাগ কিংবা বিরাগের বশবর্তী না হয়ে।
•
… জয় হোক নাগরিকদের! জনপ্রিয় হোক তাদের ‘নগর নাব্য’!!!!!!!
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
জয় নগর নাব্য!
জয় হোক ব্লগ.বিডিনিউজ২৪.কম’র!
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
নগর নাব্য আপডেট:
১। সহ-সম্পাদকবৃন্দ তাদেন নির্বাচিত পোস্টের তালিকা সম্পন্ন করেছেন।
২। ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখ ১২:৪৬ -এ সম্পাদক নাজনীন খলিল বরাবর মূল পোস্ট তালিকা, সহসম্পাদক কর্তৃক প্রাথমিক নির্বাচিত তালিকা পাঠানো হয়েছে।
৩। শ্রদ্ধেয় সম্পাদক রবিবার ১৮ ডিসেম্বর ২০১৬ রাত ৯:০০টার মধ্যে চূড়ান্ত তালিকা সম্পন্ন করবেন।
৪। সহ-সম্পাদক জুলফিকার জুবায়ের ১১১টি পোস্ট তালিকা নিয়ে একটি চমৎকার পরিসংখ্যান তৈরী করেছেন। এক নজরে কোন কোন লেখকের লেখা রয়েছে ১১১টি পোস্টে তালিকায় এবং কোন সিটি কর্পোরেশন থেকে কত সংখ্যক লেখা ১১১টি পোস্ট তালিকায় রয়েছে তা জানা যাচ্ছে।
৫। সবার জন্য শুভ কামনা।
সহ-সম্পাদক জুলফিকার জুবায়ের ভাইয়ের সর্বশেষ পরিসংখ্যানঃ
নাম সংখ্যা
আইরিন সুলতানা 13
আতাস্বপন 1
আনা নাসরীন 1
আশরাফুল আলম 2
উৎপল চক্রবর্ত্তী 1
এলডোরাডো 6
কাজী রাশেদ 1
কাজী শহীদ শওকত 2
গৌতম বদ্ধ পাল 3
জয়নাল আবেদীন 5
তানজীর হোসেন পলাশ 2
নারায়ন সরকার 7
নিতাই বাবু 3
নুর ইসলাম রফিক 5
নুরুন নাহার লিলিয়ান 12
ফারদিন ফেরদৌস 5
বাংগাল 3
মজিবর রহমান 5
মনোনেশ দাস 1
মাহবুবুল আলম 1
রিফাত কান্তি সেন 18
রোদেলা নীলা 3
শফিক মিতুল 1
সজীব হোসাইন 1
সুকান্ত কুমার সাহা 3
সুমন দে 4
সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন 2
২৭ জন লেখকের লেখা সংখ্যা সর্বমোট 111
স্থান ভেদে লেখার সংখ্যা
নাম সংখ্যা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) 1
কুমিল্লা সিটি কর্পোরেশন (COCC) 20
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) 24
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC) 7
ঢাকা উভয় সিটি কর্পোরেশন 14
গাজীপুর সিটি কর্পোরেশন (GCC) 4
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (NCC) 3
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (MCC) 2
বরিশাল সিটি কর্পোরেশন (BCC) 1
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) 0
রাজশাহী সিটি কর্পোরেশন (RCC) 0
রংপুর সিটি কর্পোরেশন (RACC) 2
সিলেট সিটি কর্পোরেশন (SCC) 9
সমগ্র বাংলাদেশে প্রযোজ্য 24
প্রযোজ্য নয় 0
সর্বমোট 111
নিতাই বাবু বলেছেনঃ
সম্মানিত ফারদিন দাদা, বই মেলায় আমাদের মহামিলন শুরু হবে কবে? সেই তারিখটাও যদি জানিয়ে দিতেন দাদা, তাহলে সবাই আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতো ৷ আশা করি সেই খবরটাও আপনার মাধ্যমে জানতে পারবো ৷ সেই আশায় রইলাম দাদা ৷ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন দাদা ৷
শফিক মিতুল বলেছেনঃ
সবাইকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা। আশাকরি ভালো এবং সুস্থ্য আছেন। আজকে নগর নাব্য প্রসঙ্গে এখন পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ আপডেট জানাচ্ছি-
১। ইতিমধ্যে চূড়ান্ত বাছাই শেষ হয়েছে সন্মানিত সম্পাদক কর্তৃক।
২। নির্বাচিত সকল লেখার ফন্ট কনভারশন শেষ হয়েছে।
৩। সকল পোস্টের বানান ও অপরাপর প্রাথমিক সম্পাদনা সম্পন্ন হয়েছে।
৪। সম্পাদক কর্তৃক একটি সম্পাদকীয় লেখা হয়েছে। এই সম্পাদকীয় সহ-সম্পাদকবৃন্দের কাছে আজকের মধ্যে পাঠানো হবে সংযুক্তি-বিযুক্তির জন্য।
৫। প্রতিটি লেখার সাথে প্রয়োজনীয় ছবিও যুক্ত করা হয়েছে
এবং …
৬। প্রাথমিক পাণ্ডুলিপি ইতিমধ্যে প্রকাশক বরাবর প্রেরিত হয়েছে।
ব্লগ পরিবারের সবাইকে আবরো ধন্যবাদ।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
ধন্যবাদ আপনাকেও “নগরনাব্য ২০১৭”র সর্বশেষ আপডেট জানানোর জন্য।
নিতাই বাবু বলেছেনঃ
সম্মানিত শফিক মিতুল দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷ দাদা, আপনার দেয়া আপডেটের খবর শুনে সত্যি আমি খুবই আনন্দিত হলাম ৷ খবরটা পৌঁছানোর জন্য আপানে আবারো ধন্যবাদ জানাচ্ছি ৷
আতাস্বপন বলেছেনঃ
কি জানি কি হয়?
তারপরেও আশার আলো
মনে জেগে রয়।
=======
শফিক মিতুল কে ধন্যবাদ নগরনাব্য আপডেট দেয়ার জন্য।
শফিক মিতুল বলেছেনঃ
স্বপন ভাই, আপনার জন্যও অনেক শুভকামনা 🙂
রোদেলা নীলা বলেছেনঃ
এখন কি হবে?
শফিক মিতুল বলেছেনঃ
হবে হবে। আরকটু সবুর করতে হবে আপু।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
খুব শিগগিরই সব্বাইকে নগর নাব্য বিষয়ে সর্বশেষ নতুন আপডেট জানাতে পারব বলে আশা করছি!
শুভস্য শীঘ্রম।
কাজী রাশেদ বলেছেনঃ
সেই শীঘ্রই টা কবে তা জানতে পারি ফারদীন ভাই। বসন্ত তো এসে গেলো।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
একটা বিশেষ এলান, কেউ কি বলতে পারেন, আমাদের প্রিয় নিতাই দা কি গেলবারের ‘নগর নাব্য’ বইমেলা থেকে কিনেছেন?
নিতাই দা’র মন্তব্য আশা করছি।
নিতাই বাবু বলেছেনঃ
সম্মানিত ফারদিন দাদা নমস্কার ৷ দাদা আমি কয়েক বছর আগে একবার বই মেলায় গিয়েছিলাম, তাও যখন সাভার চাকরি করতাম ৷ বই মেলা থেকে শ্রী রামকৃষ্ণ দেবের একটা বই আমি কিনেছিলাম, যা এখনো আমার কাছে আছে ৷ এছাড়া অন্য কোন বই আমি বই মেলা থেকে কিনি নাই ৷
নগর নাব্য বই তো সেদিন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে শফিক মিতুল দাদার কাছ থেকে সংগ্রহ করেছি, অন্য কোন জায়গা থেকে নয় ৷
রিফাত কান্তি সেন বলেছেনঃ
কয়টি লেখা যুক্ত করা হয়েছে বইটিতে?কেউ কি জানেন?
শফিক মিতুল বলেছেনঃ
এই বিষয়টা সম্পাদকমণ্ডলী বলতে পারবেন।
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
বসন্তের হাওয়া সম্ভবত বইতে শুরু করেছে। সবাইকে বসন্তের শুভেচ্ছা!
•
ফারদিন ভাই, ফেব্রুয়ারি চলে এলো — কোন সাড়াশব্দ নাই, খবর কি? আশেপাশেই আছেন, নাকি ‘নগর নাব্য’কে নিয়ে কোথাও গেছেন, উৎসব করতে?
নিতাই বাবু বলেছেনঃ
সাড়াশব্দ হবে গুরুমশাই, বই মেলায় মিলন মেলার তারিখটা সবাই জানে পারলেই ৷ হয়তো সেই তারিখটা জানার অপেক্ষায় সাই চুপ করে বসে আছে ৷ জানিয়ে দিন তারিখটা, মেতে উঠি সবাই আনন্দে মহানন্দে ৷
সুমন দে বলেছেনঃ
অপেক্ষায় আছি দাদা 🙂
মজিবর রহমান বলেছেনঃ
জুলফিকার জুবায়ের ভাই,
ফাগুনে আগুন
মনে গুন গুন
হাওয়া যায় ভনভনে
লাগলো হাওয়া হৃদয় ক্ষণে
এই বুঝি আসবে মনে।
শুভেচ্ছা প্রিয়।
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
আশা করি যা ঘটার, তা ২১শে ফেব্রুয়ারির মধ্যেই ঘটবে।
মজিবর রহমান ভাই, আপনি হঠাৎ হঠাৎ কবি হয়ে যান! ঘটনা কি? চাঁদ,বসন্ত, কষ্ট ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে, এ রকম হলে, সমস্যা নাই — চালিয়ে যেতে পারেন। আজকাল বড়-কবি’র বড় অভাব। (বিলম্বিত প্রতিমন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।)
•
শুভেচ্ছা রইল সব কিছুর — ফেব্রুয়ারির, বর্ষপূর্তির, বসন্তের এবং নগর নাব্যের।
মজিবর রহমান বলেছেনঃ
প্রিয় জুবায়ের ভাই, মানুষ স্বভাবগতভাবে তাঁর অন্তরের বা মনের গহীনে চলমান বা অতীত বা ভাললাগা লেখা মনে যখন আবেগ বা নাড়িয়ে যায় হৃদয়ে তোলপাড় তখন সে জানান দেয়, কোন উক্তির মাঝে খুজে নেয় তৃপ্তি বা ভাষায় প্রকাশ তা বহমান।
মজিবর রহমান বলেছেনঃ
আপনাকেও শুভেচ্ছা আগুন মাসের ফাল্গুনে।
সুমন দে বলেছেনঃ
ফারদিন ফেরদৌস ভাই, দয়াকরে শিগগিরই সব্বাইকে নগর নাব্য বিষয়ে সর্বশেষ নতুন আপডেট জানাতে বিশেষ অনুরোধ জানাচ্ছি।
শফিক মিতুল বলেছেনঃ
নগর নাব্য ছাপখানার সিরিয়ালে আছে। অচিরেই আমরা এ বিষয়ে সুসংবাদ শুনবো বলে আশা করছি।
জয়নাল আবেদীন বলেছেনঃ
গত ফেব্রুয়ারিতে এই গ্রন্থমেলা প্রাঙ্গণেই আমাদের মিলনমেলা হয়েছিলো। এবার ভেন্যু পরিবর্তন হতে পারে; কিন্তু মিলনমেলার স্বাদ মোটেও নষ্ট হবে না। বরং আরও বড় পরিসরে আমাদের সম্মেলন ঘটবে বলেই আশা করছি। মুখোমুখি হবার অপেক্ষায়।
শফিক মিতুল বলেছেনঃ
হুম, জয়নাল ভাই। ভেন্যু যেখানেই হোক, আনন্দে কোন ভাটা পড়বে না আশা করি।
মজিবর রহমান বলেছেনঃ
ফারদিন ভাই, সবার এক ইচ্ছা নগর নাব্যের দাওয়াত দেন।
আসবে সবে যাবে উড়ে মনপুরাতে, মিলে মিশে হবে একাকার উতসবে আনন্দের।
শফিক মিতুল বলেছেনঃ
যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যান। মাহেন্দ্রক্ষণ চলে এলো বলে।
আতাস্বপন বলেছেনঃ
ফেব্রুয়ারীতো আইসা ৫ দিন চইলা গেল……….নগর নাব্য কই?
আওয়াজ দেন না কেন? এতগুলা মানুষ চিল্লা ফাল্লা করতাছে।
শফিক মিতুল বলেছেনঃ
নগর নাব্য প্রকাশকের দপ্তরে স্ব-রূপে ভূমিষ্ঠ হওয়ার সিরিয়ালে আছে। শীঘ্রই পৃথিবীর আলো-বাতাসে এসে সবাইকে কিভাবে মাতাবে ওখানে বসে তাই পরিকল্পনা করছে হয়তো। এই সুন্দর পরিকল্পনা গ্রহণের জন্য আমরা আর একটু সময় নগর নাব্যকে তো দিতেই পারি… কি বলেন সবাই….? 🙂
শফিক মিতুল বলেছেনঃ
আপডেট: আপডেট: আপডেট:
প্রিয় ব্লগার বোন-ভাই-বন্ধুরা,
গোপন সূত্রে জানতে পারলাম, আমাদের বহু কাঙ্খিত নগর নাব্য তার পুস্তকীয় রূপ লাভ করতে সমস্ত রকম যাচাই-বাছাইয়ের পর্ব পেরিয়ে এখন মুদ্রণের অপেক্ষায় প্রহর গুণছে।
ওই সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে আরো জানায়, ব্লগডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের নতুন লোগো নির্বাচন করতে যাচ্ছে। আসছে, নগর নাব্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঐ লোগোরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানা যায়।
কর্তৃপক্ষ ব্লগারদের উদ্দেশ্যে বলেছে, “কেমন দেখতে চান blog.bdnews24.com নতুন লোগোটি? লিখুন blog.bdnews24.com -এ।”
সুতরাং, এ বিষয়ে এখন ব্লগারদের পরামর্শ দানের পালা। 🙂
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
ভাল খবর!
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আগাম শুভ বসন্ত!
আমাদের উৎসব ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ বা এর কাছাকাছি সময়েই হবে আশা করছি।
আনন্দ আর মঙ্গলে মাখামাখি হোক আমাদের সময়।
‘নগর নাব্য’ আসুক আমাদের প্রিয় উত্তরাধিকার হয়ে।
জয় হোক সকলের।
নিতাই বাবু বলেছেনঃ
জয় হোক মঙ্গল হোক, বইমেলায় আড্ডা শুরু হোক । আশায় আছি দাদা
কাজী রাশেদ বলেছেনঃ
কবে যে সেই দিন টা আসবে, তা নিয়েই সময় চলে যাচ্ছে। তাড়াতাড়ি একটু জানান সেই মাহেন্দ্রক্ষন।
রোদেলা নীলা বলেছেনঃ
মোরগ টা উন্মোচন কবে হচ্ছে সেটার অপেক্ষাই আছি।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
আর আমি মোরগ খাওয়ার অপেক্ষায় আছি! 😛