বিদ্রোহী কবিকে নিয়ে কিছু কথা

মিজানুর রহমান
Published : 3 April 2015, 04:53 PM
Updated : 3 April 2015, 04:53 PM

তিনি সেলিব্রেটি না পীর-দরবেশ আমি ঠিক বলতে পারছি না। সেদিনের গল্পটা পড়লে হয়তো আপনার মনে মন্তব্য ঘুরপাক খেতে পারে। দিনটা ছিল ৫ই আগস্ট। কলকাতার একটি হোটেলের সেমিনার কক্ষে নবীন বরণ অনুষ্টান। তৎকালীন কলকাতার তথ্যমন্ত্রী নলিনীরঞ্জনকে প্রধান অতিথি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানের উদ্ভোধনী পর্ব শুরু হয়।

অনুষ্ঠান শেষে কবিকে চা-পানের জন্য হোটেলের কমন রুমে নিয়ে আসা হলে কিছু ছাত্র উনাকে ঘিরে ফেলে। কতিপয় ছাত্ররা তখন প্রত্যেকে এক টুকরো করে কাগজ কবির সামনে ধরছে আর আবদার জানাচ্ছে কিছু লিখে দেওয়ার জন্য।

কবি হাতে একটা পেন্সিল নিয়ে এক ছাত্রের কাগজের টুকরায় লিখলেন "আল্লাহু আকবার", আরেক ছেলের কাগজের টুকরায় লিখলেন "লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"। আবার কারো কাগজের টুকরায় লিখলেন "খোদাকে চেনো, খোদাকে চিনবে"

কবির ধর্ম বিশ্বাস নিয়ে সমালোচকদের কাছে বির্তক থাকলেও আমি যেটা মনে করি তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন।

বিঃদ্রঃ "নজরুল স্মৃতিচারণ" বই এর ৩১৭নং পৃষ্ঠা থেকে আংশিক ধারনা নিয়েছি এবং ভাষাগত কিছুটা পরিবর্তন করেছি।