হায়রে পানি! কখনও জীবন কখনও মরণ

মিজানুর রহমান৭৫
Published : 3 April 2012, 04:48 PM
Updated : 3 April 2012, 04:48 PM

পানির অপর নাম জীবন।জীবের সাথে পানির সম্পর্ক ওতপ্রোত ভাবে জড়িত।পানি ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাহলে মনে হচ্ছে পানি সব সময় জীবের কল্যাণই করে। কিন্তু স্থান,কাল পাত্র ভেদে এই পানির আচরণও ভিন্ন হয়।যে পানি জীবের জীবন বাঁচায় সে পানি আবার জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়।একটি টিভি চ্যানেলে প্রতিবেদন দেখলাম রাজধানীর অধিকাংশ স্থানে পানির জন্য হাহাকার,দীর্ঘ লাইন।এক বালতি পানি দিয়ে ৬ জনের পরিবারের সারাদিন চলতে হয়।মরুর তৃষ্ণা নিয়ে চাতক পাখির মত মানুষ গুলো পানির প্রতিক্ষা করে। তার অর্থ পানির জন্য হাহাকার।পানির অভাবে মানুষের জীবন সংকটাপন্ন।আশে পাশে, এখানে সেখানে, রাস্থা ঘাটে কোথাও পানি নেই। হায়রে………………….। কিন্তু অল্প কয়দিন আগের (বর্ষা কালে) চিত্র কি ছিল! এই পানির জন্যই মানুষের জীবন বিপন্ন ছিল।ঘরে বাইরে,রাস্তা ঘাটে, পাশে, এখানে সেখানে,শুধু পানি আর পানি।এই পানিই মানষের জীবনকে সংকটাপন্ন করে তুলেছিল। সেই পানির বিরহে আজকে সকলে কাতর! দু'টোই পানি-!!!! কখনো জীবন,কখনো মরন।-কোনটাই আমাদের কাম্য নয়।মানুষ পরিত্রাণ চায়,"পানির অপর নাম জীবন"-এ চিরন্তন বাণীর বাস্তবায়ন দেখতে চায়।যারা এ নাগরিক সুযোগ সুবিধা গুলো প্রদানের অঙ্গীকার দিয়ে মুকুট পরে রাজকীয় দায়িত্ব কাঁধে তুলে ‍নিয়েছেন তাদের কাছে মানুয়ের প্রত্যাশা নয়,বরং দাবী থাকবে অধিকার আদায়ের।