নাটকের বিরতি

মিজানুর রহমান৭৫
Published : 25 April 2012, 05:48 PM
Updated : 25 April 2012, 05:48 PM

আমরা প্রত্যহ বিভিন্ন টিভি চ্যানেলে নাটক দেখি। এ নিয়ে কিছু ভিন্ন মত ও তর্কবিতর্ক আছে। যেমন অনেকে মনে করেন আমরা বিজ্ঞাপনের বিরতিতে নাটক দেখি, আবার কারো মতে নাটকের বিরতিতে বিজ্ঞাপন দেখি। এ নিয়ে তর্কবিতর্ক চলছে চলুক। এটাতো বিনোদনের মাধ্যম।এখানের নাটক এবং বিজ্ঞাপনের বিতর্ক দেশজাতির তেমন কোন ক্ষয় ক্ষতির আশংকা নাই। কিস্তু সম্প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গনে যে ঘটনা ঘটে যাচ্ছে তাতে অবশ্যই দেশ ও জাতির বিশাল ক্ষতি হচ্ছে এতে কোন সন্দেহ নাই।

ইলিয়াস আলী গুম, বিএনপির দেশব্যাপী হরতাল, অগ্নিদগ্ধ হয়ে বাস চালক,পিকেটারদের তাড়া খেয়ে প্রাইভেট চালকের ও ইলিয়াস আলীর নিজ এলাকা সিলেটের বিশ্বনাথে ২ জনের মৃত্যু,দেশের বিভিন্ন স্থানে অসংখ্য গাড়ী ও জান মালের ক্ষয় ক্ষতি সহ দেশ আজ কয়েক কোটি টাকা লোকসানের শিকার। বিরোধী দল বলছে সরকার এই ঘটনা ঘটিয়েছে আবার সরকারী দল বলছে বিরোধী দল নিজেরাই ইলিয়াস আলীকে গুম করে নাটক সাজিয়েছে। সে যাই হউক দুটি দলের ঝগড়ায়,প্রতিহিংসায় আমরা আমজনতারা গত এক সপ্তাহ ধরে একটি নাটক উপভোগ করছি(সরকারী ও বিরোধী দলের বক্তব্য মতে)। এখন এই নাটকের বিরতি চলছে (২৫ থেকে ২৮ এপ্রিল) বিরোধী দলের নেতার ঘোষনা মতে। ২৯ তারিখ থেকে হয়ত আবারও নাটকের বাকী অংশ উপভোগ করার সৌভাগ্য আমাদের হবে। বিরতিতে এখন সোহেল তাজ, সুরঞ্জিত পালা চলছে। বিরতির পর আবারও দেখতে পাব ইলিয়াস পালা। সে পর্যন্ত চোখ রাখুন আপনার চার পাশে, দেখতে থাকুন চমকপ্রদ অনেক কিছু, কোথ্থাও যাবেনা সঙ্গেই থাকুন।