আমাদের আর ছোট করবেন না

মিজান
Published : 14 April 2011, 10:36 AM
Updated : 14 April 2011, 10:36 AM

আমি প্রায় পাঁচ বছর যাবত সৌদি আরব আছি। আমি যে অফিসে কাজ করি এটি সাধারণত বাংলাদেশের ট্রাভেল এজেন্সির মতই।
এখানের আমার অন্যান্য কাজের সাথে আরেক কাজ হল বাংলাদেশ থেকে যেসব নতুন শ্রমিক বা কাজের মেয়ে আসে তাদের ভাষা তরজমা করে দেয়া। আমাকে গতকাল অফিস থেকে বলা হল আবারো বাংলাদেশ থেকে কাজের মেয়ে আনা হচ্ছে। যা ছিল বাঙ্গালী হিসাবে আমার জন্যে একটি লজ্জাকর বিষয়। কেননা এখানে কাজ করতে গিয়ে আমি অনেক নারি শ্রমিকের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে তাদের প্রতি অমানবিক অত্যাচার ও যৌন নির্যাতনের কথা শুনেছি যা এখানে লেখা উচিত হবে না বলে আমি মনে করি। এসব নারি শ্রমিকরা আমার কাছে ফোন করে অভিযোগ করে, কান্না কাটি করে। আমি অফিসে জানালেও তাদের ডেকে এনে বুঝানো হলেও কোন লাভ হয় না। এই সব পরিবারে ১০/১২ বছরের ছেলে থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত তাদের উপর যৌন নির্যাতন চালায়। এক মেয়ে জানালো যে এক পরিবারের একে একে চার ছেলের নির্যাতনের পর ছেলের পিতাও এসে নির্যাতন চালায়। আর সাড়া না দিলে শুরু হয় শারিরীক নির্যাতন। তারা চলে যেতে চায়লেও যেতে দেয়া হয় না। আবার পালাতে গিয়েও অনেকে হয়েছেন অন্যের লালসার শিকার। আমরা বাংলাদেশে অনেকই এই দেশকে পবিত্র নগরি হিসাবে ভাল বাসি। হে এই দেশকে ভালবাসা যায়। এটা আমার নবী (সাঃ) এর প্রিয় জন্মভূমি, দুইটি পবিত্র নগরি মক্কা ও মদিনা। এটি একমাত্র দেশ যেখানে কোরানের শাসন চালু আছে বলেই আমরা শান্তিতে কাজ করতে পারছি , ন্যার্য মজুরি পাচ্ছি। অন্যান্য দেশের ন্যায় অপবিত্র পথে অর্থ খরচের সুযোগ নেয় বলেই দেশে ব্যাপক ভাবে রেমিটেন্স যাচ্ছে। কিন্তু আমাদের কর্তা ব্যাক্তিদের বুঝতে হবে চালের মধ্যে যেমন কিছু কালো চাল থাকে তেমনি এখানে অনেকের শরিরে কাফেরের রক্ত বইছে। আর তারা মনে করে ক্রীতদাসীদের সাথে সব কিছু করা যায়। আমার দেশের কর্তা ব্যক্তিদের কাছে আমার অনুরোধ আমাদের দেশের অনেক ছেলেই বেকার , আর এখানে রয়েছে অনেক কর্ম সংস্থানের সুযোগ , যে সুযোগটি কাজে লাগাচ্ছে আমাদের পাশের দেশ ভারত। আমরা অল্প কিছু বাঙ্গালীর কর্মকান্ডের জন্যে এমনিতেই ছোট হয়ে আছি, আমাদের আর ছোট করবেন না। আমার এই আকুতি সরকারের কর্তাব্যক্তিদের কানে পৌছাবে কিনা জানিনা তবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের আশে পাশের কাউকে অন্তত গৃহকর্মী হিসাবে আসতে দিবেন না। বাধা দিতে না পারলেও অন্তত তাদের অভহিত করুন। আমি লেখক নয় বা খুব উচ্চ শিক্ষীতও নয় । এখানে আমি আমার অভিজ্ঞতার সামান্য অংশ বিশেষ তুলে ধরার চেষ্টা করলাম। ভূল হলে ক্ষমা করবেন।