অনেক সময় নিয়ে এত ব্যস্ততার মাঝেও কষ্ট করে লেখার চেষ্টা করি। কিন্তু সবকিছু সঠিক ভাবে করার পরে প্রকাশ হলেও বিস্তারিত আসে না। এতে করে আর লেখার আগ্রহ পায় না। আমি হয়ত নতুন কিন্তু অনেকে হয়ত ভালো লিখেন তাদের ক্ষেত্রেও যদি এ অবস্থা হয় তাহলে হয়ত তারাও আগ্রহ হারাবেন। এতে করে আমরা যারা না লিখলেও নিয়মিত ব্লগ পড়ি তারা হইত অনেক কিছু জানার বিষয় মিস করবো। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সুদৃষ্টি জরুরি। আশা করি এই ব্লগ অনেক দূর এগিয়ে যাবে।
লেখার আগ্রহ পাচ্ছিনা
ক্যাটেগরিঃ ব্লগালোচনা
ব্লগপোষক বলেছেনঃ
প্রিয় ব্লগার মিজান,
ব্লগ টিম আপনার সমস্যাটি শুরুতেই লক্ষ্য করেছিল এবং কারিগরি সমাধানের কাজ করে যাচ্ছিল।
আপনার সমস্যাটির সমাধান করা হয়েছে। বিস্তারিত আপনাকে ই-মেইল মারফত জানানো হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য আমরা নি:সন্দেহে দু:খিত।
ব্লগিং অসুবিধা স্বত্তেও ব্লগের জন্য আপনার শুভকামনা নিশ্চয়ই উদার মানসিকতার পরিচায়ক।
আশা করছি, আপনি আবার হারানো আগ্রহ ফিরে পেয়ে নিয়মিত ব্লগিং করে যাবেন।
ধন্যবাদ এবং শুভ কামনা।
মিজান বলেছেনঃ
অনেক ধন্যবাদ ব্লগপোষক আমার সমস্যাটি অতি দ্রুত সমাধানের জন্যে আমি আশা করিনি এত দ্রুত সমস্যার সমাধান পাব। ব্লগপোষকের সমস্যা সমাধানের ব্যাপারে এই আন্তরিকতা ব্লগারদের উৎসাহ যোগাবে।
নাহুয়াল মিথ বলেছেনঃ
প্রবাসী জীবনের কষ্টগুলি সবাই তুলে ধরে। আপনি সুখগুলি নিয়ে ব্লগ দেন। আজ থেকে শুরু হোক সিটিজেন জার্নালিজম।
শুভ ব্লগিং। 😆
মিজান বলেছেনঃ
@ নাহুয়াল মিথ সুন্দর পরার্মশের জন্যে অনেক ধন্যবাদ।
ম, সাহিদ বলেছেনঃ
মিজান ভাই,দয়া করে হইতো না লিখে হয়ত লিখলে পড়তে সুবিধা হয়,ব্লগে আপনার আরো সুন্দর-সুন্দর লেখার প্রত্যাশায়-শুভ হোক আপনার জীবনের প্রতিটি মুহুর্ত।
মিজান বলেছেনঃ
@ ম, সাহিদ ধন্যবাদ আপনাকে, ভূল ধরিয়ে দেয়ার জন্যে।